3:26 pm , December 20, 2018

রানার মোটরস লিমিটেড এর কেন্দ্রীয় সার্ভিস সেন্টার গাজীপুরাতে তিন দিনব্যাপি মেগা সার্ভিস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন ভলভো-আইশার কমার্শিয়াল ভেহিক্যাল এর বাংলাদেশ প্রতিনিধি অনকিত নন্দন এবং রানার মোটরস লিমিটেড এর সেবা বিভাগের মহাব্যবস্থাপক ফেরদৌস আলম সিদ্দিকী। এতে আরো উপস্থিত ছিলেন রানার মোটরস লিমিটেড এর বিক্রয় বিভাগের সহ-মহা ব্যবস্থাপক ফয়সাল হোসেন, বিক্রয় বিভাগের ব্যবস্থাপক মাইনুল ইসলাম এবং গ্রাহকবৃন্দ।
সার্ভিস ক্যাম্পেইনে আইশার গাড়ির গ্রাহকদের জন্য সার্ভিস ও পার্টসের উপর বিশেষ ডিসকাউন্ট, ফ্রী মেডিক্যাল চেক-আপ,আকর্ষনীয় গিফট ও র্যাফেল ড্র রয়েছে। খবর বিজ্ঞপ্তির