নারীর ভোট দিয়েই শাসন ব্যবস্থা পরিচালিত হয় -ইসি কবিতা খানম নারীর ভোট দিয়েই শাসন ব্যবস্থা পরিচালিত হয় -ইসি কবিতা খানম - ajkerparibartan.com
নারীর ভোট দিয়েই শাসন ব্যবস্থা পরিচালিত হয় -ইসি কবিতা খানম

3:24 pm , December 20, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, পুরুষ ও নারী উভয়ের ভোটের মর্যাদা সমান। নারীর ভোটাধিকার দিয়েই রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। নারীদের বাদ দিয়ে গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয়। তাই নারীরা যাতে কেন্দ্রে গিয়ে স্বাধীন ভাবে তাদের বোটাধিকার প্রয়োগ করতে পারে সেরকম পরিবেশ পুরুষদেরই তৈরী করে দিতে হবে। গতকাল বৃহস্পতিবার নগরীর বিডিএস মিলনায়তনে “নির্বাচনে নারীর অংশগ্রহন এবং সুরক্ষা নিশ্চিতকরন” শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি’র বক্তৃতায় নির্বাচন কমিশনার কবিতা খানম এসব কথা বলেছেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আরো বলেন, আমাদের সমাজে নারীদের ক্ষমতায়ন নিয়ে যতটা আলোচনা হয়, বাস্তবে তার প্রয়োগ খুবই কম। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদের এখনও ভোটাধিকার প্রয়োগে ঘরের পুরুষের প্রভাব থেকে যায়। যা কোন ভাবেই কাম্য নয়। তাই অধিকার আদায়ে নারীদের সৎ সাহসী হওয়ার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, ‘নারীদের বলতে হবে এটা আমাদের পৃথীবি, এখানে নিরাপদ অবস্থান আমাদের অধিকার’। ইউএনডিপি’র সহযোগিতায় নির্বাচন কমিশনের আয়োজনে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম অজিয়র রহমান, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. সেলিম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম ও ইউএনডিপি’র পরিদর্শক এটসুকু হিরাকাওয়া।
এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তর ও বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং জনপ্রতিনিধি সহ একশ জন নারী এই কর্মশালায় অংশগ্রহন করেন। তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের ভোটাধিকার সুরক্ষা এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ের উপর পরামর্শমুলক বক্তব্য রাখেন। এর আগে সকাল সাড়ে ৯টায় নগরীর সার্কিট হাউস এর সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। যা বিডিএস প্রাঙ্গনে এসে শেষ হয়। তাছাড়া কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তী বিডিএস প্রাঙ্গনে নির্বাচনে নারীদের অংশগ্রহন ও নারীদের সুরক্ষা বিষয়ক এক নাটিকা মঞ্চস্থ হয়। অপরদিকে বেলা ১২টায় বরিশাল সরকারি বিএম কলেজে বরিশাল সদর আসনের সকল কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়ে আয়োজিত প্রশিক্ষক কর্মশালায় অংশ নেন নির্বাচন কমিশনার কবিতা খানম। সেখানে তিনি নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT