3:23 pm , December 20, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ পদোন্নতি দেওয়া হলো পুলিশ বাহিনীতে। ২৬৮ সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ সদর দফতরের সুপারিশে রাষ্ট্রপতির আদেশক্রমে এ পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক পরিপত্রে পদোন্নতির এ আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে মহানগর পুলিশের সাবেক সহকারী পুলিশ সুপার বর্তমানে পুলিশ অধিদপ্তরে থাকা বেগম শাহনাজ পারভীন পিপিএমও রয়েছেন। এছাড়াও পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. জাহিদুল ইসলাম, মিশনে থাকা আসাদুজ্জামান। এছাড়াও রয়েছেন চরফ্যাসন সার্কেলের এসএম মিজানুর রহমান।
প্রজ্ঞাপনে বলা বলা হয়, পদোন্নতি পাওয়া যে সকল কর্মকর্তা বর্তমানে শান্তি রক্ষা মিশন, শিক্ষা ছুটি বা প্রেষণ এবং লিয়নে কর্মরত আছেন তারা মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে। তার আগে তারা কোনো আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা স্বপদে বহাল থেকেই দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে অবিলম্বে এই পদোন্নতি কার্যকর হবে। উল্লেখ্য বেগম শাহনাজ পারভীন বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার হিসেবে দায়িত্বপালনকালে কর্মদক্ষতায় ব্যাপক প্রশংসিত হয়েছিলেন।