3:22 pm , December 20, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সিটি কর্পোরেশনের নব নির্বাচিত দুই কাউন্সিলর আওয়ামী লীগে যোগদান করেছেন। এরা হলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর খান মুহাম্মদ জামাল হুসেইন ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর নুর ইসলাম। গতকাল বৃহস্পতিবার বিকালে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও সদর আসনে নৌকার প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমের হাতে ফুল দিয়ে পাঁচ শতাধিক কর্মী সমর্থক নিয়ে তারা যোগদান করেন। এদের মধ্যে কাউন্সিলর খান মুহাম্মদ জামাল হুসেইন ওয়ার্ডবাসির সেবা এবং উন্নয়নে বাধা সৃষ্টির কথা বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি থেকে পদত্যাগের ঘোষনা দেন। নগরীর কালিবাড়ি রোডে সদর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে দুই কাউন্সিলর বলেন, এতোদিন আমরা ভুল করে ভুল পথে ছিলাম। এখন ভুল সুধরে নিয়েছি। গতিশিল রাজনীতি এবং বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেছি। মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত এই দলের সাথে থাকার ঘোষনা এবং অঙ্গিকার করেন দুই কাউন্সিলর সহ তাদের কর্মী সমর্থকরা। দুই কাউন্সিলর ও তাদের নির্বাচনী ওয়ার্ডের কর্মী-সমর্থকদের যোগদান অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকে গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।