নগরীতে মশক নিধন কার্যক্রম শুরু নগরীতে মশক নিধন কার্যক্রম শুরু - ajkerparibartan.com
নগরীতে মশক নিধন কার্যক্রম শুরু

3:16 pm , December 19, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর সর্বত্র মশা ভন ভন করছে। কারণ প্রায় গত ৫ বছর ধরে বাজেটে কোটি কোটি টাকা রাখা হলেও মশক নিধনে কোন অর্থ ব্যয় করা হয়নি। অবশেষ গতকাল বুধবার বরিশাল সিটির নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ৫ বছর পর নগরীর মসক নিধনে উদ্যাগ গ্রহন করেছেন। নিজেই ফগার মেশিন হাতে নিয়ে মাঠে নেমে পড়েছেন। এ সময় বরিশাল বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নগরবাসী অভিযোগ করেছে, বিসিসির স্বাস্থ্য বিভাগের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সীমাহীন দুর্নীতিতে মশা নিধন কার্যক্রম গত ৫ বছর আগে স্থবির হয়ে পড়েছে। বিসিসির একটি সূত্র জানিয়েছে, ২০১৭-১৮ অর্থবছরে বিসিসির বাজেটে মশা নিধনের ওষুধ ক্রয়ে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ১ কোটি ২০ লাখ টাকা। এর আগে ২০১৬-১৭ অর্থবছরে মশা নিধনের ওষুধ ক্রয়ে ১ কোটি টাকা প্রস্তাবিত বাজেট থাকলেও ক্রয় হয়েছে ৭ লাখ ৮০ হাজার টাকার ওষুধ। তবে ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বাজেটে ওষুধ ক্রয় ব্যয় দেখানো হয়েছে ১০ লাখ ৪০ হাজার টাকা। ওই সূত্রগুলো জানিয়েছে, কাগজপত্রে ওষুধ ক্রয় দেখানো হলেও অনেক ক্ষেত্রেই ওষুধ ক্রয় হয় না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT