3:16 pm , December 19, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর সর্বত্র মশা ভন ভন করছে। কারণ প্রায় গত ৫ বছর ধরে বাজেটে কোটি কোটি টাকা রাখা হলেও মশক নিধনে কোন অর্থ ব্যয় করা হয়নি। অবশেষ গতকাল বুধবার বরিশাল সিটির নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ৫ বছর পর নগরীর মসক নিধনে উদ্যাগ গ্রহন করেছেন। নিজেই ফগার মেশিন হাতে নিয়ে মাঠে নেমে পড়েছেন। এ সময় বরিশাল বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নগরবাসী অভিযোগ করেছে, বিসিসির স্বাস্থ্য বিভাগের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সীমাহীন দুর্নীতিতে মশা নিধন কার্যক্রম গত ৫ বছর আগে স্থবির হয়ে পড়েছে। বিসিসির একটি সূত্র জানিয়েছে, ২০১৭-১৮ অর্থবছরে বিসিসির বাজেটে মশা নিধনের ওষুধ ক্রয়ে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ১ কোটি ২০ লাখ টাকা। এর আগে ২০১৬-১৭ অর্থবছরে মশা নিধনের ওষুধ ক্রয়ে ১ কোটি টাকা প্রস্তাবিত বাজেট থাকলেও ক্রয় হয়েছে ৭ লাখ ৮০ হাজার টাকার ওষুধ। তবে ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বাজেটে ওষুধ ক্রয় ব্যয় দেখানো হয়েছে ১০ লাখ ৪০ হাজার টাকা। ওই সূত্রগুলো জানিয়েছে, কাগজপত্রে ওষুধ ক্রয় দেখানো হলেও অনেক ক্ষেত্রেই ওষুধ ক্রয় হয় না।