3:17 pm , December 18, 2018

চরফ্যাশন প্রতিবেদক ॥ চরফ্যাসনে নৌকা মার্কার সমর্থনে মহিলা আওয়ামীলীগের উঠান বৈঠকে শত শত মহিলা ভোটারের সমবেত হয়েছে। গতকাল সকালে জিন্নাগড় ইউনিয়নের কাশেমগঞ্জ বাজারের ফজলু মাষ্টার বাড়ি এবং বিকেলে চর মানিকার হাসপাতাল সংলগ্ন সাবেক চেয়ারম্যান আব্দুর বর মিয়ার বাড়িতে এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির সহধর্মীনি ও চরফ্যাসন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নিলীমা জ্যাকব এসব উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সমবেত মহিলা ভোটারদের উদ্দেশ্যে নিলীমা জ্যাকব বলেছেন- নৌকা মার্কার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে আপনারা আগেও নৌকা মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। ভোট নিয়ে সংসদ সদস্য হয়ে তিনি আপনাদের অহংকার করার মতো উন্নয়ন উপহার দিয়েছেন আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে সংসদ সদস্য নির্বাচিত করলে তিনি এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি নারীদের উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেবেন। এলাকার উন্নয়নের পাশাপাশি নারীদের উন্নয়নের লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য তিনি মহিলা ভোটারদের কাছে আহ্বান জানান। সমাবেশে অন্যান্যদের মধ্যে জিন্নাগড়ের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন চেয়ারম্যান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির আহমেদ শুভ্র, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আকলিমা ফারুক মিলা,উপজেলা মহিলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাহমুদা খানম মিলি, পৌর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শাহানুর বেগম বিউটি প্রমূখ বক্তব্য রাখেন।