খালেদার জিয়ার প্রার্থিতা ফিরলো না খালেদার জিয়ার প্রার্থিতা ফিরলো না - ajkerparibartan.com
খালেদার জিয়ার প্রার্থিতা ফিরলো না

3:14 pm , December 18, 2018

পরিবর্তন ডেস্ক ॥ প্রার্থিতা ফিরে পেতে খালেদা জিয়ার করা তিনটি রিট আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণের সুযোগ থাকল না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিচারপতি জে বি এম হাসানের একক বেঞ্চ মঙ্গলবার খালেদার আইনজীবীদের আবেদন তিনটি খারিজ করে দেন। এ বেঞ্চের প্রতি অনাস্থা জানিয়ে যে আবেদন তারা করেছিলেন, তাও খারিজ করে দেন বিচারক।
খালেদা জিয়ার মনোনয়নের বৈধতা প্রশ্নে হাই কোর্টের একটি বেঞ্চে বিভক্ত আদেশ হওয়ার পর বুধবার হাই কোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বে একক বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
গত বৃহস্পতিবার সেখানে শুনানি শুরু হলে খালেদার আইনজীবীরা বলেছিলেন, ন্যায়বিচার পাওয়া নিয়ে এ বেঞ্চের ওপর তাদের আস্থা নেই। এরপর বিচারক শুনানি মুলতবি রেখেছিলেন।
মঙ্গলবার আবার বিষয়টি বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চে উঠলে লিখিতভাবে অনাস্থা প্রকাশ করেন খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহামস্মদ আলী।
আদালত ওই অনাস্থার আবেদন খারিজ করে রিট আবেদনের ওপর শুনানি শুরু করতে বললে খালেদার আইনজীবী এ জে মোহামস্মদ আলী ও বদরুদ্দোজা বাদল আদালত কক্ষ থেকে বেরিয়ে যান।
এরপর বিচারক নির্বাচন কমিশনের আইনজীবী মাহবুবে আলম এবং রাষ্ট্রপক্ষে ডিএডি মোতাহার হোসেন সাজুর বক্তব্য শুনে বিএনপি চেয়ারপারসনের আবেদন তিনটি খারিজ করে দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT