3:13 pm , December 18, 2018

গৌরনদী প্রতিবেদক ॥ বরিশাল-১ আসনের সংসদ সদস্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বরিশাল জেলা আ,লীগের সভাপতি ও স্থানীয় সরকার পল্লি উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ বিভিন্ন নির্বাচনী সভা সমাবেশে, উঠান বৈঠক ও স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন নির্বাচনী জনসভার বক্তৃতায় গৌরনদীকে জেলা করার ঘোষনা দিয়ে বলেন, আমি নির্বাচিত হতে পারলে জননেত্রী শেথ হাসিনা সরকার গঠন করলে এবারে গৌরনদীকে জেলা ঘোষনা করা হবে। নির্বাচন কমিশনে আবুল হাসনাত আবদুল্লাহর দাখিলকৃত হলফনামায় চারটি প্রতিশ্রুতির মধ্যে জেলা ঘোষনার প্রতিশ্রুতি না থাকলেও বাবা সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের স্বপ্ন পুরনে গৌরনদীকে জেলা হবে বলে দলীয় একাধিক সূত্র জানান। নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামায় নৌকা প্রতীকের প্রার্থী বরিশাল জেলা আ,লীগের সভাপতি ও স্থানীয় সরকার পল্লি উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ চারটি প্রতিশ্রতির কথা উল্লেখ করেছেন। তার মধ্যে রয়েছে, নির্বাচনী এলাকা গৌরনদী-আগৈলঝাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্য ও চিকিৎসা সেবার উন্নয়ন ও কৃষি উন্নয়ননে চাহিদা পুরন। দলীয় ও স্থানীয়রা জানান, বরিশাল-১ আসনের হেভিওয়েট প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ মহান বিজয় দিবস উপলক্ষে গৌরনদী উপজেলা ও আগৈলঝাড়ার ১২টি ইউনিয়নে সমাবেশ করছেন। এ ছাড়া নির্বাচনী উঠান বৈঠক, সভা সমাবেশে তিনি গৌরনদীকে জেলা ঘোষনার প্রতিশ্রুতি দেন। বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবুল হাসনাত আবদুল্লার গৌরনদীকে জেলা বাস্তবায়নের ঘোষনায় সাধারন মানুষ উৎসাহিত। তারা জানান, মানুষ ও ভোটারদের প্রানের দাবি গৌরনদীকে জেলা ঘোষনার স্বপ্ন পুরনে তারা আবুল হাসনাত আবদুল্লাহর প্রতি আস্থাশীল ।
এলাকার প্রবীন শিক্ষক, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের কয়েকজন জানান, বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও বর্তমান সাংসদ আবুল হাসনাত আবদুল্লাহর বাবা সাবেক কৃষি সেচ ও পানি সম্পদমন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, মুলাদী ও কালকিনির আংশিক অংশ নিয়ে গৌরনদীকে জেলা করার পরিকল্পনা গ্রহন করে তা বাস্তবায়নে চূড়ান্ত পদক্ষেপ নেন। এমন কি ওই সময় জেলা পর্যায়ের বিভিন্ন অফিস আদালতসহ নানান প্রতিষ্ঠানের কার্যালয় গৌরনদীতে স্থাপন করেন। ১৫ আগষ্টের মর্মান্তিক শোকাবহ ঘটনায় শহীদ হওয়ায় তার স্বপ্ন গৌরনদী বাস্তবায়ন হয়নি। পরবর্তি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে গৌরনদীকে জেলা করার উদ্যোগ নেয়া হলে মুলাদীর তৎকালীন সংসদ মো. সিরাজুল হক মন্টুর বাধার প্রক্ষেতি তা আর হয়নি। রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ক্ষমতার সময়ে দেশের সকল মহকুমাকে জেলা ঘোষনা করেন। এ সময় বরিশাল উত্তর জেলা সদর হিসেবে গৌরনদীতে জেলা ঘোষনা করার কথা থাকলেও মুলাদী ও বরিশালের রাজনৈতিক নেতৃবৃন্দের বাধার মুখে গৌরনদী জেলা বাস্তবায়নের কার্যক্রম বন্ধ হয়ে যায়। দেশের প্রতিটি মহকুমা জেলা হলেও বরিশাল উত্তর মহাকুমা জেলা থেকে বঞ্চিত হয়। মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকন বলেন, গৌরনদী-আগৈলঝাড়াসহ দক্ষিনাঞ্চলের ব্যাপক উন্নয়ন আ. লীগের সরকারের সময়ে থাকে। অন্য যে কোন সরকারের সময়ে দক্ষিনাঞ্চলের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়। কিন্তু আওয়ামীলীগ সরকারের সময়ে উন্নয়নের জোয়ারে ভেসে যায়। আ.লীগের সরকার এবং দক্ষিনাঞ্চলের গন মানুষের নেতা রাজনৈতিক অভিভাবক আবুল হাসনাত আবদুলল্লাহর উদ্যোগ ছাড়া গৌরনদীকে কোন দিনই জেলা করা সম্ভব নয়। আবুল হাসনাত আবদুল্লাহর হাত ধরেই গৌরনদীকে জেলা করতে হবে। তাকে ছাড়া (হাসানাত ভাইকে) গৌরনদীকে জেলা করার স্বপ্ন কোন দিন পুরন হবে না। তিনি আরো বলেন, আমরা আশাবাদি এবারে আ.লীগ সরকার গঠন করলে এবং আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে তার বাবা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের স্বপ্ন পুরন ও গৌরনদী-আগৈলঝাড়া বাসির প্রানের দাবি গৌরনদীকে জেলায় রুপান্তরিত করা হবে। এ জন্য তিনি সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। তার সঙ্গে সহমত পোষন করেছেন গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহ, সিনিয়র রাজনীতিবিদ ও ইউপি চেয়ারম্যান মো. নুর আলম সেরনিয়াবাত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিমু একাডেমীর পরিচালক বাবুল সোম। তারা গৌরনদীকে জেলা ঘোষনার স্বার্থে আবুল হাসনাত আবদুল্লাহকে সমর্থন ও নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান। গৌরনদী উপজেলা আ.লীগের সভাপতি এইচ, এম, জয়নাল অবেদীন এ প্রসঙ্গে বলেন, আমাদের নেতা আবুল হাসনাত আবদুল্লাহ ইতোমধ্যে যত প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করেছেন। এবারে সে নির্বাচনী সভা সমাবেশে গৌরনদীকে জেলা ঘোষনার প্রতিশ্রতি দিচ্ছেন এবং আমরা আশাবাদি সে নির্বাচিত হলে আমাদের দল সরকার গঠন করলে গৌরনদীকে জেলা ঘোষনা করা হবে। গৌরনদীকে জেলা ঘোষনা আমাদের নেতা আবুল হাসনাত আবদুল্লার বাবা আব্দুর রব সেরনিয়াতের স্বপ্ন। ৭৫‘র ১৫ আগষ্টের ঘটনা না ঘটলে কৃষককূলের নয়নমনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত তার স্বপ্ন নিজেই পুরন করে যেতেন। জেলা ঘোষনার স্বার্থে এ আসনের ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।