3:12 pm , December 17, 2018
বেতাগী প্রতিবেদক ॥ বেতাগীতে ইটালী বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেনকে গতকাল সোমবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় সংবর্ধণা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মজনু এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসান, বিশেষ অতিথি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা আল-রাজীব, মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম ফারুক, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সদস্য রমেন চন্দ্র দেবনাথ, যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলাম ইরান ও ধ্রুবতারা ইয়থ ফাউন্ডেশনের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক অলি আহমেদ। আলোচনা শেষে সংবর্ধিত এমডি রিয়াজ হোসেনকে বেতাগী প্রেসক্লাব ও ধ্রুবতারা ইয়থ ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। সভা সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কন্ঠ প্রতিনিধি স্বপন কুমার ঢালী।