মঠবাড়িয়ায় মহাজোট ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৮ মঠবাড়িয়ায় মহাজোট ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৮ - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় মহাজোট ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৮

3:37 pm , December 15, 2018

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুর-৩ মঠবাড়িয়ায় শুক্রবার রাতে উপজেলার বয়াতীর হাট নামক স্থানে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য ডা.রুস্তম আলী ফরাজী ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের আট জন আহত হয়েছে বলে জানাগেছে। আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে পুলিশি টহল জোরদার করা হয়েছে। সংঘর্ষে আহতরা হলেন লাঙ্গল প্রতীকের সমর্থক উপজেলার শিংগা গ্রামের হাসিব মিয়া (১৮), ভেচকী গ্রামের আরিফ হোসেন (২০), কামাল হোসেন (২৫) ও স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীকের সমর্থক শামসুল হক (৬৫), আমির হোসেন (৩০), আইনজীবি রণজিত হালদার (৪০) ও মোজাম্মেল ফকির (৪০)। স্থানীয়দের সূত্রে জানাগেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসনে মহাজোটের মনোনয়ন পায় জাতীয় পার্টির বর্তমান এমপি ডা. রুস্তম আলী ফরাজী। এ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান স্বতন্ত্র প্রার্থী হয়ে আপেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামেন। এ নিয়ে বিবাদমান আওয়ামী লীগের দুই পক্ষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর জেরে ধরে শুক্রবার রাতে উপজেলার বয়াতীর হাটে লাঙ্গল মার্কার সমর্থকরা একটি নির্বচনী সভায় যোগদানের জন্য মিছিলের প্রস্ততি নিচ্ছিল। এসময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরাও মিছিলের প্রস্তুতি নিলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় উভয় পক্ষের ৮জন সমর্থক আহত হয়। এছাড়া একটি মটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শওকাত আনোয়ার বলেন, ঘটনা স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। কোন পক্ষ হতে লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT