গ্রামকে শহরে পরিণত করার অঙ্গীকারে কর্নেল (অব.) শামীমের ভোট প্রার্থনা গ্রামকে শহরে পরিণত করার অঙ্গীকারে কর্নেল (অব.) শামীমের ভোট প্রার্থনা - ajkerparibartan.com
গ্রামকে শহরে পরিণত করার অঙ্গীকারে কর্নেল (অব.) শামীমের ভোট প্রার্থনা

3:22 pm , December 14, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-৫ আসনের আ’লীগ মনোনীত প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম নির্বাচিত হলে শুধু নগরী নয়, নির্বাচনী এলাকার প্রতিটি গ্রামের উন্নয়নে কাজ করবেন। গতকাল শুক্রবার গনসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে কর্নেল (অব.) শামীম বলেছেন, তিনি নির্বাচিত হলে গ্রামকে শহরে পরিনত করা হবে। ভোলার গ্যাস বরিশালের নিয়ে আসার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম সকালে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও মহানগর আ’লীগ সভাপতি এ্যাড.গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ নেতা-কর্মীদের নিয়ে গনসংযোগকালে এদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত ও শান্তিতে জীবন-যাপন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT