পোনাবালিয়া ইউপির ভোট ১৫ মে ॥ প্রতীক বরাদ্দ সম্পন্ন পোনাবালিয়া ইউপির ভোট ১৫ মে ॥ প্রতীক বরাদ্দ সম্পন্ন - ajkerparibartan.com
পোনাবালিয়া ইউপির ভোট ১৫ মে ॥ প্রতীক বরাদ্দ সম্পন্ন

6:20 pm , April 27, 2018

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়েনের নির্বাচন আগামী ১৫। মে শুক্রবার নির্বাচনের প্রতীক বরাদ্ধ হয়। নির্বাচনে ৫ চেয়ারম্যান সহ ১৩টি পদে ৫২ জন প্রার্থী হয়েছেন। ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৪শ ৩৭ জন । এর মধ্যে পুরুষ ৫ হাজার ৯ শ২০ জন এবং নারী ভোটার ৫ হাজার ৫শ৫৩ জন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল বাশার (নৌকা) এবং বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: ওয়ারেচ আলী খান (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: নাসির উদ্দিন মধৃা (পাখা), স্বতন্ত্র পদে মো: অরিফুর রহমান জামাল (রজনীগন্ধা) ও আ: ওয়াহেদ জমাদ্দার (আনারস) প্রার্থী হয়েছেন। সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১১ জন প্রার্থী রয়েছেন। ১ নং সংরক্ষিত ওয়ার্ডে নাছিমা বেগম (মাইক), মোসা: মমতাজ বেগম (কলম), শাহানাজ পারভীন (সূর্যমুখী), ও হীরামনি বেগম (হেলিকপ্টর)। ২ নং সংরক্ষিত ওয়ার্ডে নাজমুন নাহার নাজমা (বই), রাজমনি মুক্তা (কলম), সাথী আক্তার মুক্তি (মাইক)। ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে ছালমা নাহার (বক), মাকসুদা বেগম (সূর্য্যমুখি), সাহীনুর বেগম (কলম), ও হালিমা বেগম (বই)। সাধারণ সদস্য ১ নং ওয়ার্ডের মো: আইয়ুব আলী হাওলাদার (ফুটবল), মো: নান্না মিয়া (তালা), মো: বেলায়েত হোসেন তালুকদার (টিউবয়েল), মো: হেলাল মল্লিক (মোরগ)। ২ নং ওয়ার্ডে আ: মান্নান (টিউবয়েল), মো: বজলুল হক (ফুটবল), মো: মাহামুদ পারভেজ (মোরগ), সেলিম সিকদার (সিলিং ফ্যান)। ৩ নং ওয়ার্ডে নুরুল ইসলাম খলিফা (আপেল), মো: ফেরদৌস হাওলাদার (মোরগ), মু. খালিদ হাসান (ফুটবল), মো: মনির হোসেন বেপারী (টিউবয়েল)। ৪ নং ওয়ার্ডে আল আমিন হোসেন ফরাজী (আপেল), ইসমাইল হোসেন(মোরগ), মো: ইউনুচ আলী বেপারী (ফুটবল), মো: দেলোয়ার হোসেন খান (টিউবয়েল)। ৫ নং ওয়ার্ড মো: মশিউর রহমান (ফুটবল), মো: শাখাওয়াত হোসেন (মোরগ) , মো: সালেহ উদ্দিন মল্লিক (আপেল)। ৬ নং ওয়ার্ডে মো: নজরুল ইসলাম আকন (মোরগ), মো: নাসির উদ্দিন খলিফা (আপেল) , মো: সাইদুর রহমান ফারুক (তালা), মো: সাইদুর রহমান (ফুটবল)। ৭ নং ওয়ার্ডে মো: কাওসার হোসেন (মোরগ), মো: জাফর আহম্মেদ (আপেল), মো: শাহজাহান হাওলাদার (ফুটবল)। ৮ নং ওয়ার্ড আ: জব্বার খান (টিউবয়েল), মেহেদী হাসান মাঝি (মোরগ), মো: মাজেদুল হক (তালা), মুজিবুর রহমান (আপেল) ও মো: শাহীন তালুকদার (ফুটবল)। ৯ নং ওয়ার্ড মো: আ: বারেক হাওলাদার (সিলিং ফ্যান), মোহাম্মদ আলী হাওলাদার (মোরগ), রিপন হাওলাদার (তালা), মো: সাঈদ হোসেন লিটন (আপেল), ও মো: এস.এম. হাফিজ উদ্দিন (আনারস)। একই দিন শেখের হাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উপ নির্বাচন রয়েছে। এতে ৩ জন প্রার্থী হয়েছেন। এরা হচ্ছেন মো: তকদির হোসেন (মোরগ) , মো: ফিরোজ সরদার লিটু (ফুটবল) ও শিমুল হোসেন (তালা)। এদিকে প্রতীক বরাদ্দের পর জমেছে উঠেছে নির্বাচনী হওয়া। মূহুর্তে মধ্যেই প্রতীকসহ প্রার্থীদের ব্যানার শোভা পেতে শুরু করেছে। প্রার্থীরাও শুরু করেছেন গণসংযোগ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT