সদর আসনে বিএনপি’র নির্বাচন পরিচালনা ও উপদেষ্টা কমিটি গঠন সদর আসনে বিএনপি’র নির্বাচন পরিচালনা ও উপদেষ্টা কমিটি গঠন - ajkerparibartan.com
সদর আসনে বিএনপি’র নির্বাচন পরিচালনা ও উপদেষ্টা কমিটি গঠন

3:21 pm , December 14, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর আসনে বিএনপি’র নির্বাচন পরিচালনা ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে উপদেষ্টা কমিটিতে ধানের শীষের প্রার্থী ও বিএনপি’র যুগ্ম মহাসচিব আলহাজ্ব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে প্রধান করা হয়েছে। তাছাড়া মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদারকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক করা হয়েছে। এই কমিটিতে মহানগর বিএনপি’র সকল সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদকদের যুগ্ম আহ্বায়ক এবং কোতয়ালী বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লাবুকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
তাছাড়া মজিবর রহমান সরোয়ারের উপদেষ্টা কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন- বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিছ আক্তার জাহান শিরিন, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস।
বিষয়টি নিশ্চিত করে মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার বলেন, সকল নেতা-কর্মীদের উপস্থিতিতে এবং তাদের মতামতের উপর ভিত্তি করে বরিশাল-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এর বাইরে বরিশাল সিটি কর্পোরেশন ও কোতয়ালী (সদর উপজেলা) এর জন্য আরো দুটি সাব কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT