স্বরাষ্ট্র ও সংস্থাপন মন্ত্রনালয় ইসির অধীনে নেয়া না হলে নির্বাচন সুষ্ঠু হবে না- সরোয়ার স্বরাষ্ট্র ও সংস্থাপন মন্ত্রনালয় ইসির অধীনে নেয়া না হলে নির্বাচন সুষ্ঠু হবে না- সরোয়ার - ajkerparibartan.com
স্বরাষ্ট্র ও সংস্থাপন মন্ত্রনালয় ইসির অধীনে নেয়া না হলে নির্বাচন সুষ্ঠু হবে না- সরোয়ার

3:20 pm , December 14, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ গনতন্ত্র উদ্ধারের আন্দোলন হিসেবে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছে জানিয়ে বরিশাল সদর আসনের বিএনপির প্রার্থী এ্যাড মজিবর রহমান সরোয়ার বলেন, প্রশাসনের ছত্রছায়ায় আমাদের প্রচার-প্রচারনায় বাধা দেয়া ও হামলা করে সরকার একতরফা নির্বাচন করতে চায় সরকার। তাই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য স্বরাষ্ট্র ও সংস্থাপন মন্ত্রনালয়কে নির্বাচন কমিশনের অধীনে নেয়ার তাগিদ দিয়েছেন সদর আসন থেকে পাঁচবারের নির্বাচিত সাবেক এ সংসদ সদস্য। গতকাল শুক্রবার সকালে নগরীর সদর রোড থেকে প্রচারনা শুরুকালে সাংবাদিকদের এক কথা বলেন এ্যাড. সরোয়ার। তিনি আরো বলেন, পদ্মা সেতু নির্মানের ঘোষনা খালেদা জিয়া দিয়েছিলেন। তাই তারা ক্ষমতায় এলে কোন উন্নয়ন কাজের বিঘœ ঘটবে না। নির্বাচনী প্রচারনা ছাড়াও এ্যাড. মজিবর রহমান সরোয়ার মহানগর বিএনপির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সেখানে তিনি বলেন, দেশ স্বাধীন হলেও এখনো গনতন্ত্র ফিরে আসেনি। বর্তমান ভোটার বিহীন সরকার স্বাধীনতার স্বপক্ষের শক্তির দোহাই দিয়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গনতন্ত্র ধ্বংস করে দিয়েছে। তাই সরকারের সকল অত্যাচার বাঁধা উপেক্ষা করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ভোট কেন্দ্রে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালনের জন্য নেতাকর্মিদের প্রতি আহবান জানিয়েছেন সরোয়ার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT