রূপাতলীতে হাতপাখা’র কর্মীকে পিটিয়ে আহত রূপাতলীতে হাতপাখা’র কর্মীকে পিটিয়ে আহত - ajkerparibartan.com
রূপাতলীতে হাতপাখা’র কর্মীকে পিটিয়ে আহত

3:19 pm , December 14, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ ফজলুল করিমের পক্ষে লিফলেট বিতরণ কালে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে। এতে শাকিল হোসেন নামে ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা নগরীর রূপাতলী আছালত খান জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। আহত ছাত্র নেতাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে প্রচারনায় বাঁধা এবং ছাত্র নেতার উপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ইসলামী আন্দোলন এর নেতা-কর্মীরা। বিকালে রূপাতলী আছালত খান জামে মসজিদের সামনে প্রতিবাদ সভায় জড়িতদের গ্রেপ্তার সহ শাস্তির দাবী জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল ৫ আসনে নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সমন্বয়ক কে.এম. শরীয়াতুল্লাহ জানান, শাকিল হোসেন নামাজের পর মসজিদের বাহিরে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করীমের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ কর্মী মিরাজ তাকে লিফলেট বিতরণে বাঁধা দেয়। বাঁধা উপেক্ষা করে লিফলেট বিতরণ অব্যহত রাখায় মিরাজ ও তার সহযোগীরা শাকিলের উপার হামলা করে। এসময় তারা ইট দিয়ে পিটিয়ে শাকিলের মাথা থেতলে দেয়। পরে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। অবশ্য এই হামলার সাথে ২৫নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম খান এর ইন্দোন রয়েছে বলে অভিযোগ উঠেছে। কেএম শরীয়াতুল্লাহ বলেন, হামলা ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে মুঠোফোনে অভিযোগ করা হয়েছে। তাছাড়া থানা পুলিশকেও বিষয়টি অবহিত করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোন ব্যবস্থা নেয়নি। তবে এ বিষয়ে বক্তব্যজানতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। তিনি বলেন, বরিশাল ইসলামী আন্দোলনের প্রাণকেন্দ্রখ্যাত। এখানে আমার কর্মীদের উপর হামলার পরিণাম ভাল হবেনা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT