3:17 pm , December 14, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। প্রশাসন, আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল থেকে নানা কর্মসূচি পালন করে। এর আগে বৃহস্পতিবার নগরীর প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়। এর মধ্যে বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সকালে বরিশাল জেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী পদমর্যাদার আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি ও সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস-এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধানিবেদন কালে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আ’লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও কালোপাতা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশাপাশি দলীয় নেতা-কর্মীরা কালো ব্যাচ ধারন করে। এদিকে পুষ্পস্তাবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মঈদুল ইসলাম। অপরদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করেছে বরিশাল জেলা ও মহানগর বিএনপি। বেলা ১১টায় সদর রোডে অশ্বিনী কুমার হল সংলগ্ন দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি’র উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও মহানগর কমিটির সভাপতি এবং সদর আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার। এসময় মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন, স্বেচ্ছাসেবক দল মহানগর কমিটির সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে শহীদ বেদীতে পুষ্পস্তাবক অর্পন করেন মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাছাড়া জেলা বিএনপি’র পক্ষে সভাপতি এবায়েদুল হক তান ও সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে পুষ্পস্তাবক অর্পন করেন সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ। এসময় ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বিএম কলেজ, মেডিকেল কলেজ, জেলা আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাছাড়া বিকালে বরিশাল বঙ্গবন্ধু উদ্যোগে প্যারেট পিটি অনুষ্ঠিত হয়। এতে মেট্রোপলিটন পুলিশ জেলা পুলিশ, আরআরএফ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রাতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।