3:29 pm , December 13, 2018
পটুয়াখালী প্রতিবেদক ॥ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মোঃ জসিম উদ্দিন(৪৭) এর সাথে জমি-জমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই এলাকার ও একই বংশের জাফর হাওলাদার(৪৮), কামাল হোসেন(৩৫), সেলিম হাওলাদার(৫০), হারুন হাং(৫৫), মোসাঃ মরিয়ম বেগম(৪০), খলিলুর রহমান (৫৫) হামলা চালিয়ে জসিম উদ্দিনের রেকর্ডীয় সম্পত্তিতে থাকা সিমেন্টের তৈরী পিলার ও টিনের বেড়া ভাংচুর করে গাছপালা কেটে ফেলে আনুমানিক এক লক্ষ টাকার ক্ষতি সাধন করে। জসিম উদ্দিন বাধা প্রদান করিলে প্রতিপক্ষের লোকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুন জখমের হুমকি প্রদান করে। এ ঘটনাটি ৮ডিসেম্বর শনিবার দুপুর আনুমানিক ২.৩০ মিনিটের সময় মির্জাগঞ্জ থানাধীন মৌজা-পশ্চিম সুবিদখালী, জেএল-৪১ এ জসিম উদ্দিনের বসত বাড়ীতে ঘটে। এ বিষয়ে ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে শান্তি ভঙ্গের আশংকা রয়েছে বলে আইনানুগ ব্যবসস্থা গ্রহণের জন্য জসিম উদ্দন মির্জাগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। যার নং-৪০৫, তারিখ-৯.১২.১৮।