সিটি নির্বাচনে আ’লীগ ভোটের অধিকার কেড়ে নিয়ে নিজেদের উলঙ্গ করেছে -সরোয়ার সিটি নির্বাচনে আ’লীগ ভোটের অধিকার কেড়ে নিয়ে নিজেদের উলঙ্গ করেছে -সরোয়ার - ajkerparibartan.com
সিটি নির্বাচনে আ’লীগ ভোটের অধিকার কেড়ে নিয়ে নিজেদের উলঙ্গ করেছে -সরোয়ার

3:24 pm , December 13, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-৫ আসনের বিএনপি প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, বরিশাল সিটি নির্বাচনে ধানের শীর্ষের পরাজয় হয়নি। নির্বাচনে আওয়ামীলীগ বাহির থেকে লোক এনে নগরবাসীর ভোটের অধিকার কেড়ে নিয়ে নিজেদের উলঙ্গ করেছে। তারা রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আর বহিরাগতদের দিয়ে কেন্দ্র দখল করে লুটপাটের ভোটের নির্বাচন করেছে।
সরোয়ার বলেন, আ’লীগ ক্ষমতা কুক্ষিগত করার জন্য সাধারন মানুষের ভোটের অধিকার হরন করে মানুষকে উন্নয়ন দেখায়। তারা যদি এতই উন্নয়ন করে থাকেন তাহলে সাধারন মানুষকে কেন ভোট দিতে দিচ্ছে না ? তিনি আরো বলেন,
আজ আওয়ামীলীগ ভোটের জন্য পুলিশ নির্ভরশীল হয়ে পড়েছে। তারা পুলিশের দেয়া ভোটে পুনরায় ক্ষমতায় আসার জন্য বিএনপি সহ বিরোধী দলের নেতা-কর্মীদেরকে গায়েবী মামলা দিয়ে হয়রানীসহ গ্রেপ্তার করে আরেকটি ১৪ জানুয়ারীর নির্বাচনের স্বপ্ন দেখতে চেয়েছিলেন। এবার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দিবা স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দেবে বাংলার জনগন। গতকাল বৃহস্পতিবার শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় নেতাকর্মিদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। সদর আসনের মহানগর ও সদর উপজেলার নির্বাচনী ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে নেতা-কর্মিদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচন নিয়ে সাধারন মানুষের মধ্যে সংশয় রয়েছে যে তারা নিজের ভোট দিতে পারবে কিনা ? এ সময় নির্বাচনে নেতা কর্মিদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন, এ্যাড. আজিজুল হক আক্কাস, মহানগর বিএনপি সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, মহানগর সহ-সভাপতি মনিরুজ্জামান খাঁন ফারুক, এ্যাড. মহসিন মন্টু, মহানগর আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, শ্রমিক দল নেতা ফয়েজ আহমেদ, বসির আহমেদ, কোতয়ালী বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন লাবু, জেলা বিএনপি নেতা এ্যাড. নাজিম উদ্দিন আহমেদ পান্না, মহানগর যুবদল সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর যুবদল সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির, মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, এ্যাড. আলি হায়দার বাবুল, আনোয়ারুল হক তারিন, দপ্তর সম্পাদক শাহেদ আকন সম্্রাট প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT