3:24 pm , December 12, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ যৌতুকের দাবীতে নির্যাতনের অভিযোগে করা মামলায় লোভী স্বামীকে দেড় বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের দন্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার এ দন্ড দেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ মারুফ আহমেদ। দন্ডিত আমিনুল ইসলাম শাহীন এয়ারপোর্ট ফুলতলা এলাকার বাসিন্দা আব্দুল লতিফের ছেলে। রায় ঘোষনার সময় সে আদালতে উপস্থিত ছিলো। আদালত সুত্র জানায়, বিদেশ থেকে এসে ২০১৩ সালের ১৮ মে পাংশা গ্রামের লিজা আক্তারকে বিয়ে করে শাহীন। বিয়ের পর পুনরায় বিদেশে যাওয়ার জন্য ২ লাখ টাকা যৌতুক দাবী করে সে। এতে অপারগতা প্রকাশ করলে এক মাসের অন্তঃস্বর্তা অবস্থায় লিজাকে তাড়িয়ে দেয় শাহীন। ২০১৫ সালের ১৭ আগষ্ট শ্বশুড় বাড়ি এসে পুনরায় যৌতুকের জন্য চাপ দেয় সে। এসময় অস্বীকার করলে শ্বাশুড়ি ও স্ত্রীকে মারধর করে। এ ঘটনায় ১৯ আগষ্ট লিজা বাদী হয়ে আদালতে মামলা করে। মামলায় ৭ জনের মধ্যে ৫ জনের সাক্ষ্য নিয়ে বিচারক ওই আদেশ দেশ দেন।