বিভাগের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১৫ জনকে সম্মাননা বিভাগের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১৫ জনকে সম্মাননা - ajkerparibartan.com
বিভাগের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১৫ জনকে সম্মাননা

3:14 pm , December 12, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ তিনটি ক্যাটাগরিতে বরিশাল বিভাগের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১৫ জনকে সম্মাননা দেয়া হয়েছে।‘ভ্যাট দিচ্ছে জনগণ দেশের হচ্ছে উন্নয়ন’ শ্লোগানে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে গতকাল বুধবার তাদের সম্মাননা প্রদান করে ‘কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা। নগরীর বান্দ রোডস্থ হোটেল গ্রান্ড পার্কের সাউথ গেট বলরুমে অনুষ্ঠিত এ সম্মাননা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার মো. মোস্তবা আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর পুলিশ কমিশনার মো. মোশারফ হোসেন। সরকারি বরিশাল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এটিএম কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মকবুল হোসেন পাইক, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশেদুল আলম। অনুষ্ঠানের মাধ্যমে বরিশাল সিটি কর্পোরেশন সহ বিভাগের ৬টি জেলার ১৫ জন সর্বোচ্চ ভ্যাটদাতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো, উৎপাদন পর্যায়ে ক্যাটাগরিতে বরিশালের মোহাম্মদী ইলেকট্রিক ওয়্যারস এন্ড ক্যাবল ইন্ডাস্ট্রি লিমিটেড, পটুয়াখালী জেলার সিকদার মেডিক্যাল ওয়ার্কস, ভোলা জেলার শাহবাজপুর গ্যাস ফিল্ড, বরগুনা জেলার মেসার্স হক কেমিক্যাল ওয়ার্কস ও ঝালকাঠির সাবিহা কেমিক্যাল ওয়ার্কস।
এছাড়া সেবা পর্যায়ে সম্মাননা পেয়েছেন বরিশাল নগরীর হোটেল গ্র্যান্ড পার্ক, পটুয়াখালীর পর্যটন হলিডে হোমস, বরগুনার মেসার্স তাজ হোসেন এন্ড রেস্টুরেন্ট, পিরোজপুরের হোটেল রিল্যাক্স ও ঝালকাঠির সারেং ফার্নিচার।
ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে সম্মাননা পেয়েছে বরিশালের এ এম চ্যানেল, পটুয়াখালীর কুয়াকাটা মটরস, ভোলার ওয়ালটন প্লাজা, বরগুনা জেলার মেসার্স রাব্বানী স্টোর, পিরোজপুরের মেসাস বিএম মটরস।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT