ঝালকাঠিতে গৃহবধুর লাশ উদ্ধার ঝালকাঠিতে গৃহবধুর লাশ উদ্ধার - ajkerparibartan.com
ঝালকাঠিতে গৃহবধুর লাশ উদ্ধার

3:09 pm , December 11, 2018

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠির পুরাতন কলাবাগান এলাকা থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধু সুমি(২০) সদর উপজেলার কিস্তাকাঠী গ্রামের মৃত. শমসের সিকদারের ছোট মেয়ে। গত তিন, চার মাস পুর্বে রাজাপুর উপজেলার বাদুরতলা গ্রামের ড্রেজার শ্রমিক আবুল কালামের সাথে বিবাহ হয় সুমি বেগমের। তারা পৌরসভার ৯ নং ওয়ার্ডের লঞ্চঘাট সংলগ্ন পুরাতন কলাবাগান এলাকার আলী হোসেন চৌকিদারের বাড়িতে ভাড়ায় থাকত। নিহতের বোন রনি বেগম জানান, মঙ্গলবার সকালে আমার ছেলের মাধ্যমে জানতে পারলাম আমার বোন সুমি গলায় ফাঁস দিয়েছে। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এ ব্যাপারে ঝালকাঠি থানার এস আই খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT