কুয়াকাটায় চালককে খুন করে মটর সাইকেল ছিনতাই কুয়াকাটায় চালককে খুন করে মটর সাইকেল ছিনতাই - ajkerparibartan.com
কুয়াকাটায় চালককে খুন করে মটর সাইকেল ছিনতাই

3:07 pm , December 11, 2018

কুয়াকাটা প্রতিবেদক ॥ কুয়াকাটা সৈকতের মাঝি বাড়ি এলাকায় বহিরাগত এক মটর সাইকেল চালককে ছুরিকাঘাতে খুন করে ফেলে রেখে মটর সাইকেল নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। মহিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। খুন হওয়া মটর সাইকেল চালকের নাম মোঃ কাওসার (২০)। তার বাবার নাম মোঃ ফারুক হাওলাদার। মির্জাগঞ্জ থানার সুবিদ খালী ইউনিয়নের বাসিন্দা বলে পুলিশ প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পশ্চিম কুয়াকাটা মাঝি বাড়ি এলাকায় সৈকত সংলগ্ন বেরীবাধেঁর উপর একটি লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সাথে থাকা মটর সাইকেলের কাগজপত্র ও ভিজিটিং কার্ড উদ্ধার করে। ধারণা করা হচ্ছে মির্জাগঞ্জ থেকে যাত্রী বেশে মটর সাইকেল চালককে ভাড়ায় নিয়ে এসে মঙ্গলবার রাতে চালককে খুন করে ফেলে রেখে মটর সাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় কাউন্সিলর মোঃ তৈয়বুর রহমান বলেন, জেলেদের মাধ্যমে জানতে পারি মাঝি বাড়ি এলাকায় বেরীবাধেঁর ব্লকের উপর একটি লাশ পরে রয়েছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি লাশ পরে থাকতে দেখি। পরে পুলিশকে খবর দেন তিনি। মহিপুর থানার এস আই কামাল হোসেন জানান, প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছেন যে কাওসারকে ছুরিকা-ঘাতে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকারীরা কাওসারের মটর সাইকেল নিয়ে পালিয়ে গেছে। তার সাথে থাকা গাড়ীর কাগজপত্র এবং ভিজিটিং কার্ডের সুত্র ধরে পরিবারের সাথে যোগাযোগ করে প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছেন কাওসার একজন মটর সাইকেল চালক। তার বাড়ি মির্জাগঞ্জ থানার সুবিদখালী ইউনিয়নে। বাবার নাম ফারুক হাওলাদার। তবে কে বা কারা কাওসারকে হত্যা করেছে তা জানা যায়নি।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT