সাড়া পাচ্ছে না মাইক ব্যবসায়ীরা সাড়া পাচ্ছে না মাইক ব্যবসায়ীরা - ajkerparibartan.com
সাড়া পাচ্ছে না মাইক ব্যবসায়ীরা

3:04 pm , December 11, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সংসদ নির্বাচনের ভোট আগামী ৩০ ডিসেম্বর। এ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা প্রতীক পেয়ে সোমবার প্রচারণাও শুরু করেছে। নির্বাচনী প্রচারণায় মাইক ভাড়া নিয়ে থাকে। তবে অতীতের মতো এবার মাইক ভাড়া কম হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। তারা বলছেন, আগের নির্বাচনের এমন সময় আমাদের ব্যস্ততা বেড়ে যেত। মাইক ভাড়ার অগ্রিম অর্ডার আসতো। এবার সেভাবে সাড়া পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে নগরীর স্টার মাইক সাভিংসের প্রোপাইটার ফরিদুল ইসলাম আফসোসের সুরে ব্যবসায়িক দুরবস্থার কথা জানিয়ে বলেন, ‘নারে ভাই, আমাগো ব্যবসা এখন তলানিতে। নির্বাচনী প্রচারণা শুরু হইলে কী হবে, আমাগো লাভ নাই। খুব বড়জোর দৈনিক ৫০০ টাকা চুক্তিতে মাইক ভাড়া দেওয়া হবে। ৫০০ টাকার মধ্যে ১৫০ টাকা ব্যাটারি খরচ আছে। আগে মাইক ভাড়ার নেওয়ার জন্য কাস্টমারের লম্বা লাইন পড়তো। একটা অনুষ্ঠান শেষ করে মাইক খোলারও সময় পেতাম না। বিএনপির প্রার্থী ২০টি মাইক ভাড়া করলে আওয়ামী লীগের প্রার্থীরা ভাড়া করতো ২৫টি মাইক। তিনি বলেন সেই দিন এখন নেই।
দেখা গেছে দোকানের সামনে রাখা দুটি মাইকের বাক্স ও বিভিন্ন তাকে থাকা ছোট বড় কয়েকটি মাইক ও যন্ত্রাংশে জং ধরা।
ফরিদুল ইসলাম বলেন, বরিশালের মাইক ব্যবসার জগতে পথিকৃত ছিলেন তারা। ফরিদ ছোটবেলা থেকে মাইকের দোকানে কাজ করতেন। প্রায় ১০ বছর ধরে তিনি নিজেই দোকান দিয়েছে। তিনি বলেন, একসময় দম ফেলার সময় পেতাম না। প্রায় বছরজুড়েই বিভিন্ন রাজনৈতিক দলের সভা-সমাবেশ, মেলা, ওয়াজ মাহফিল লেগেই থাকতো। তখন গ্রামে-গঞ্জে মাইক ভাড়া নিতো। জেনারেটর ও মাইক কাঁধে করে নিয়ে যেতাম। কথা দিয়েও চাহিদার তুলনায় মাইকের সংখ্যা কম থাকায় কাস্টমাররা রাগ পর্যন্ত করতো। কিন্তু এবার সিটি নির্বাচনে আমার ব্যবসা জীবনে সব চেয়ে কম মাইক ভাড়া হয়েছে। এলো সংসদ নিবার্চন। সোমবার প্রতিক বরাদ্দর পরে প্রার্থীরা প্রচারনার জন্য মাইক ভাড়া নেওয়ার কথা কিন্তু তা এবার উল্টো। প্রথম দিন আমাদের ১০ টি মাইক ভাড়া হয়েছে। এতো কম মাইক কোন নির্বাচনেই হয় নি। যা হচ্ছে এবার নির্বাচনে। অন্য দিকে অনামিকালেন’র মামুন মাইক সার্ভিস’র প্রোপাইটর মামুন খান বলেন, নির্বাচন উপলক্ষে যে পরিমান মাইক ভাড়া হওয়ার কথা কিন্তু তা হচ্ছেনা। প্রথম দিনে ৫ টি মাইক ভাড়া হয়েছে। তিনি আরো বলেন, নির্বাচন এলে কম পক্ষে ৪০-৫০ টি মাইক ভাড়া নিতো প্রার্থীরা। এবছর জাতীয় সংসদ নির্বাচনের জন্য ওয়াজ মাহফিলেও কোন মাইক ভাড়া দিতে পারিনি আমরা। কারন নির্বাচন উপক্ষে ওয়াজ মাহফিল বন্ধ রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT