ভান্ডারিয়ায় নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় ভান্ডারিয়ায় নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় নবাগত জেলা প্রশাসকের মত বিনিময়

3:12 pm , December 10, 2018

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন । ভা-ারিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ওসি তদন্ত মো. তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধূরী, সাংবাদিক রিয়াজ মাহমুদ মিঠু, মানবাধিকার কমিশন ভান্ডারিয়া আঞ্চলিক শাখার সভাপতি ও সাংবাদিক মো. ছগির হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান শিমুল রেজা প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, মো. হুমায়ুন কবিরসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, আমি আপনাদেও সহযোগিতায় চলমান উন্নয়ন কাজগুলো সামনে এগিয়ে নেওয়া হবে। কেউ যাতে আইন শৃঙ্খলা অবনতি না করতে পারে সে দিকে লক্ষ্য রাখার অনুরোধ করেন। তথ্য প্রযুক্তির প্রসারের ফলে সারা বিশ্ব এখন মানুষের হাতের মুঠোয়। এদেশের মানুষ দেশের যেকোন প্রান্ত থেকে এখন যোগাযোগ করতে পারে। ডিজিটাল বাংলাদেশে সকল সুবিধা মানুষের দৌড়গোড়ায় পৌছে যাচ্ছে। পরে জেলা প্রশাসক ভান্ডারিয়ার নব নির্মিত শিল্পকলা একাডেমি চত্বরে এক সাস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT