3:10 pm , December 10, 2018
দৌলতখান প্রতিবেদক ॥ দৌলতখানে বোরাক চাপায় মীম (৬) নামের শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় দৌলতখান উপজেলার গোসেরহাটবাজার নামক এলাকায় কবির স্টোর এর দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মীম উপজেলার সৈয়দপুর ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের নেয়ামত মোল্লার মেয়ে। প্রত্যক্ষদর্শী ও পরিবার স্বজনরা জানায়, সকালে রাস্তা পার হচ্ছিল মীম। এ সময় একটি বোরাকের চাপায় গুরুতর আহত হয় সে। শিশুটিকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বোরাক আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।