বিভিন্ন উপজেলায় জয়িতাদের সংবর্ধনা প্রদান বিভিন্ন উপজেলায় জয়িতাদের সংবর্ধনা প্রদান - ajkerparibartan.com
বিভিন্ন উপজেলায় জয়িতাদের সংবর্ধনা প্রদান

3:25 pm , December 9, 2018

পরিবর্তন ডেস্ক ॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন উপজেলায় জয়ীতাদের সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়েছে। গতকাল রোববার এ অনুষ্ঠান হয়।
আমাদের আগৈলঝাড়া প্রতিবেদক জানান, আগৈলঝাড়ায় চার জয়িতা নারীকে সংর্বধনা দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজন হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ দাস, উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান জসীম উদ্দিন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন কুমার মজুমদার, মুক্তিযোদ্ধা আবুল বাশার হাওলাদার, সাবেক প্রধান শিক্ষিকা আভা রানী মুখার্জী, এনজিও পরিচালক সিলসিয়া পারুল মন্ডল, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাস গুপ্ত প্রমুখ। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য শিখা রানী হালদার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে অবদানের জন্য সুগগ্ধা সরকার, সফল জননী হিসেবে কিসওয়ার জাহান ও সমাজ উন্নয়ণে পেয়ারা ফারুক বখতিয়ারকে সংবর্ধনা শেষে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।
বাবুগঞ্জ প্রতিবেদক জানান, উপজেলা হলরুমে প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে ৫ জন বিজয়ী জয়ীতাদের সম্মাননা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেযারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন। মহিলা বিষয়ক কর্মকর্তা শামিমা ইয়াছমিন ও সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী,কৃষি কর্মকর্তা মোসাম্মৎ মরিয়ম বেগম ,বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিবাকর চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, বীর-মুক্তিযোদ্ধা শাহজাহান মানিক হাওলাদার প্রমুখ। এ সময় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় অর্থনৈতিক সাফল্য অর্জনকারি নারী মঞ্জু বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মিনতী রানী দাস, বিভিন্ন প্রতিকুলতার মধ্যে নিজে ও সন্তানদের সু-শিক্ষিত ও প্রতিষ্ঠিত করায় সফল জননী নারী হিসেবে মোসাঃ নুরুন্নাহার বেগম, সমাজ উন্নয়নে বিশেষ আবদান রাখায় আসমা মনি, দরিদ্রতায় জয়ী নারী মিনারা পারভীনকে সম্মাননা দেয়া হয়।
বেতাগী প্রতিবেদক জানান, বেতাগীতে পাচঁ জয়িতা পুরস্কৃত করা হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা আমিনা বেগম , বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মজনু, প্রেসক্লাবের সদস্য অলি আহমেদ ও মো. আরিফ খান। আলোচনা শেষে ৫ জন জয়িতা কে পুরস্কার প্রদান করা হয়।
তজুমদ্দিন প্রতিবেদক জানান, তজুমদ্দিনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নির্বাহি কর্মকর্তা প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান (সাবেক) হাসনা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকাত আলী, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মনরঞ্জ দে, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ রফিক সাদী, জাইকা প্রজেক্ট কর্মকর্তা এনামুল হক, প্রভাষক নুরুল আহাদ তসলিম প্রমুখ। পরে শিক্ষায় সাফল্য অর্জনের জন্য সুলতানা সাথী, সফল জননী হিসেবে সাফিয়া খাতুন, সমাজ উন্নয়নে হাসনা বেগম, নির্যাতন মোকাবেলায় সফল বিথীকা রানী দাস এবং অর্থনৈতিক সাফল্য অর্জনে ইয়ানুর বেগম সহ ৫ জন সফল নারীকে তজুমদ্দিন উপজেলায় জয়িতার সম্মাননা প্রদান করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT