3:16 pm , December 9, 2018
পাথরঘাটা প্রতিবেদক ॥ বরগুনা-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের চুড়ান্ত প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এ আসনের চুড়ান্ত প্রার্থী হিসেবে শনিবার রাতে তার নাম ঘোষনা করা হয়। তিনি ছাড়াও এ আসনে মনোনয়নপত্র জমা দেন পাথরঘাটা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট নাহিদ সুলতানা লাকি ও পাথরঘাটা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক বাকি বিল্লাহ ফরাজী।
খন্দকার মাহবুব হোসেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম আইনজীবী। দীর্ঘদিন থেকে তিনি খালেদা জিয়ার মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আন্দোলন সংগ্রামের অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রবীণ আইনবীদ খন্দকার মাহবুব হোসেন দীর্ঘ ১২ বছর ধরে বরগুনা-২ আসন (বেতাগী, বামনা ও পাথরঘাটা) উপজেলায় তৃণমূল বিএনপি নেতাকর্মীদের নিয়ে কাজ করছেন এবং সাধারন মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ায়েছেন ও গরিব-দুখী,অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করেছেন।
এ বিষয়ে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, দেশ আজ হত্যা নির্যাতন, দুর্নীতিতে ছারখার হয়ে গেছে। মানুষকে এই নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য এবং তাদের ভোটের অধিকার আদায় করার জন্য জাতীয় ঐক্যফ্রন্ট মাঠে নেমেছে। আমি আশা করব দেশকে এ সংকট থেকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ ভাবে দেশবাসী আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিবে। বিশেষ করে আমাদের দক্ষিনাঞ্চল শক্তিশালী রাজনৈতিক নেতৃত্বের অভাবে সম্পূর্ন ভাবে অবহেলিত, ঘরে ঘরে বেকার সমস্যা। যদি আমি নির্বাচিত হই, অবশ্যই এলাকার উন্নয়নসহ কল্যানে বলিষ্ট ভুমিকা রাখব।