দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার আহবান দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার আহবান - ajkerparibartan.com
দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার আহবান

3:13 pm , December 9, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে। সরকারি-বেসরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে জাগ্রত হতে হবে। গতকাল রোববার দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি যৌথভাবে দিনব্যাপী এ কর্মসূচী পালন করে। নগরীর অশি^নী কুমার হলের সামনে কর্মসূচীর উদ্ধোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। পরে অশি^নী কুমার হলের সামনে দুদক পরিচালক মো. আবু সাঈদের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচীতে অংশগ্রহন করেন পুলিশ কমিশনার মোশারফ হোসেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, দুপ্রক সভাপতি রাবেয়া খাতুন, সনাক সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কমকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনার দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্ধোধন করেন। পরে অশি^নী কুমার হলে দুদক পরিচালক মো: আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT