3:13 pm , December 9, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে। সরকারি-বেসরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে জাগ্রত হতে হবে। গতকাল রোববার দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি যৌথভাবে দিনব্যাপী এ কর্মসূচী পালন করে। নগরীর অশি^নী কুমার হলের সামনে কর্মসূচীর উদ্ধোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। পরে অশি^নী কুমার হলের সামনে দুদক পরিচালক মো. আবু সাঈদের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচীতে অংশগ্রহন করেন পুলিশ কমিশনার মোশারফ হোসেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, দুপ্রক সভাপতি রাবেয়া খাতুন, সনাক সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কমকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনার দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্ধোধন করেন। পরে অশি^নী কুমার হলে দুদক পরিচালক মো: আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।