জেলার ৬ আসনে ১১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার জেলার ৬ আসনে ১১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার - ajkerparibartan.com
জেলার ৬ আসনে ১১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

3:10 pm , December 9, 2018

খান রুবেল ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার অধীন সংসদীয় ৬টি আসনে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহীসহ ১১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার হয়েছে। এদের মধ্যে বিএনপি’র ছয় প্রার্থীর মনোনয়ন বিধি মোতাবেক প্রত্যাহার হলেও বাকি পাঁচজন নিজেরাই নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে। যার ফলে বরিশালের ৬টি আসনে ৩৮ জন প্রার্থী চূড়ান্ত হয়েছেন। আজ ১০ ডিসেম্বর তাদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। এদিকে জেলার ৬টি আসনের মধ্যে ২টিতে উন্মুক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির দু’জন প্রার্থী। এ দুটি আসনেই আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থী রয়েছে। আসন দু’টির মধ্যে বরিশাল-২ আসনে মাসুদ পারভেজ (সোহেল রানা) ও বরিশাল-৩ আসনে পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু লাঙল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাকি ৪টি আসনের ৩টিতে আওয়ামী লীগের নৌকা এবং অপর একটিতে মহাজোটের একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় পার্টির প্রার্থী। তবে দুটি আসনে শরিক দলের একাধিক প্রার্থী ও অপর একটি বিদ্রোহী থাকায় অনিশ্চয়তা দেখা দিয়েছে মহাজোট ও আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে। ফলে আসন তিনটিতে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, জেলার ৬টি আসনে মোট ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে বাছাইতে ৯ জনের প্রার্থীতা বাতিল হয়। যাদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মাসুদ পারভেজ সোহেল রানা ও বেগম নাসরিন জাহান রতনা সহ ৬ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে তাদের মনোনয়নের বৈধতা পান। সে অনুযায়ী সর্বশেষ প্রার্থীর সংখ্যা দাড়ায় ৪৯ জনে। এদের মধ্যে থেকে গতকাল রোববার মোট ১১ জনের মনোনয়ন প্রত্যাহার হয়েছে। তাই সর্বশেষ প্রার্থী চূড়ান্ত হয়েছেন ৩৮ জন।
বিএনপি থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- বরিশাল-১ আসনে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, বরিশাল-২ আসনে শহীদুল হক জামাল, বরিশাল-৩ আসনে বেগম সেলিমা রহমান, বরিশাল-৪ আসনে মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল-৫ আসনে এবায়েদুল হক চাঁন ও বরিশাল-৬ আসনে আব্দুর রশীদ খান। দলের মনোনয়নের চূড়ান্ত চিঠি জমা না দিতে পারায় বিধি মোতাবেক এদের প্রার্থীতা বাতিল হয়েছে।
এছাড়া বরিশাল-২ আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ক্যাপ্টেন (অবঃ) এম মোয়াজ্জেম হোসেন, একে ফাইয়াজুল হক রাজু ও সৈয়দা রুবিনা আক্তার। এরা তিনজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
তাছাড়া বরিশাল-৬ আসনে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন গণফোরামের প্রার্থী হিরন কুমার দাস মিঠু ও ফোরকান আলম খান। এদের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের সময় প্রার্থী নিজে আবার কোন কোন প্রার্থীর পক্ষে প্রস্তাব-সমর্থকরা প্রার্থীতা প্রত্যাহার পত্র জমা দিয়েছেন।
চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগের আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ ও বিএনপি’র এম জহির উদ্দিন স্বপন সহ ৪ জন, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে আওয়ামী লীগের শাহে আলম, বিএনপি’র সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু ও জাতীয় পার্টির মাসুদ পারভেজ সোহেল রানা সহ ৭ জন।
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ মো. টিপু সুলতান, জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু ও বিএনপি এ্যাডভোকেট জয়নুল আবেদন সহ ৬ জন। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে আওয়ামী লীগের পঙ্কজ নাথ ও ঐক্যফ্রন্টের জেএম নুরুর রহমান সহ ৭ জন।
বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, বিএনপি’র এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার সহ ৭ জন এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থী বেগম নাসরিন জাহান রতনা ও বিএনপি’র আবুল হোসেন খান সহ ৭ জন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT