3:21 pm , December 8, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ মেডিসিনের উপর বই লেখায় এওর্য়াড পেয়েছেন অধ্যাপক ডা. এইচএন সরকার। গত শুক্রবার ঢাকার সোনারগাঁও হোটেলে তাকে এ এওর্য়াড দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আয়োজনে বিএসএম এর অধ্যাপক মো: বিল্লাল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক এম এ জলিল চৌধুরী, অধ্যাপক এম এ আজিজ, ডা: আহ্মেদুল কবির প্রমুখ। উল্লেখ্য গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ এর মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এইচ এম সরকার মেডিসিন এর ওপর মোট আটটি বই লেখেন।