গৌরনদীতে মদ্যপানে মাদক ব্যবসায়ীর মৃত্যু গৌরনদীতে মদ্যপানে মাদক ব্যবসায়ীর মৃত্যু - ajkerparibartan.com
গৌরনদীতে মদ্যপানে মাদক ব্যবসায়ীর মৃত্যু

3:20 pm , December 8, 2018

গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদীতে অতিরিক্ত নেশা করে তালিকাভুক্ত মাদক সেবীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী ঘরামী (২৮) গৌরনদী পৌর এলাকার ১নং ওয়ার্ডের সুন্দরদী গ্রামের মৃত হোসেন ঘরামীর ছেলে। তার বিরুদ্ধে গৌরনদী ও কালকিনি সহ বিভিন্ন থানায় মাদক আইনে ১৫টি মামলা রয়েছে বলে গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার জানিয়েছেন। স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার (০৭ ডিসেম্বর) বিকালে অতিরিক্ত নেশা করে অসুস্থ হয়ে পড়ে আলী ঘরামী। ওইদিন সন্ধ্যায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেও আর্থিক দৈন্যতার কারণে পরিবারের পক্ষে তা সম্ভব হয়নি। ফলে তাকে রাতেই বাড়িতে নিয়ে যাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে নিজ বাড়িতেই আলী ঘরামীর মৃত্যু হয়। অতিরিক্ত মদ্য পানের কারনেই তার মৃত্যু হতে পারে বলে ধারনা পুলিশের।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT