নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে এদেশের মানুষ বদ্ধপরিকর : শিল্পমন্ত্রী নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে এদেশের মানুষ বদ্ধপরিকর : শিল্পমন্ত্রী - ajkerparibartan.com
নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে এদেশের মানুষ বদ্ধপরিকর : শিল্পমন্ত্রী

3:19 pm , December 8, 2018

ঝালকাঠি প্রতিবেদক ॥ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা মিথ্যা ইতিহাস দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে তারা আজকে আর ঠাঁই পাচ্ছে না। আর ঠাঁই পাচ্ছে না বলেই নির্বাচন নিয়ে তারা নানা ষড়যন্ত্র করে আসছে। একাত্তর সালের গণহত্যার মতই ২০১৪ সালের নির্বাচন বন্ধ করার জন্য অগ্নি সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। কিন্তু গণতান্ত্রিক ধারা অব্যহত রাখার স্বার্থে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে আজ এদেশের মানুষ বধ্যপরিকর বলেও উল্লেখ করেন শিল্পমন্ত্রী। গতকাল শনিবার সন্ধ্যায় ঝালকাঠি পাকহানাদার মুক্তদিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন। স্থানীয় মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT