বিদ্রোহীদের নিয়ে দু.চিন্তায় তিন মহাজোট প্রার্থী আজ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ॥ কাল প্রতীক বরাদ্দ বিদ্রোহীদের নিয়ে দু.চিন্তায় তিন মহাজোট প্রার্থী আজ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ॥ কাল প্রতীক বরাদ্দ - ajkerparibartan.com
বিদ্রোহীদের নিয়ে দু.চিন্তায় তিন মহাজোট প্রার্থী আজ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ॥ কাল প্রতীক বরাদ্দ

3:14 pm , December 8, 2018

খান রুবেল ॥ আজ ৯ ডিসেম্বর রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর পরই শুরু হয়ে যাবে নির্বাচনী প্রচারনা। তাই শেষ মুহুর্তে বিদ্রোহী নিয়ে দু.চিন্তায় আছেন জেলার ৬টি আসনে দলীয় প্রার্থীরা। বিশেষ করে জেলার তিনটি আসনে মহাজোটের একাধিক নেতা প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে অনড় থাকায় দুঃশ্চিন্তার শেষ নেই ৩টি আসনে মহাজোট মনোনিত প্রার্থীদের। তাই বিদ্রোহীদের ম্যানেজে লবিং-তদবির সহ বিভিন্ন কৌশলে এগোচ্ছেন তারা। অভিযোগ রয়েছে অর্থের প্রলোভন দেয়ারও। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রার্থী চুড়ান্ত করেছে আওয়ামী লীগ ও বিএনপি সহ তাদের নেতৃত্বাধীন জোট। দেশের অন্যান্য আসনের ন্যায় বরিশাল জেলার অধীন ৬টি সংসদীয় আসনেও তাদের প্রার্থী চুড়ান্ত হয়েছে। ৬টির মধ্যে ২টি আসন মহাজোটকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। বাকি চারটিতে দলীয় প্রার্থী দিয়েছে দলটি। তাছাড়া ছয়টি আসনেই প্রথম পর্যায় দু’জন করে প্রার্থী দিলেও পরে একজন করে প্রার্থী চূড়ান্ত করেছে ঐক্যফ্রন্ট। সে অনুযায়ী বরিশালের ৬টি আসনে বিএনপি’র একক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের মধ্যে রয়েছেন হেবিওয়েট নেতাও। তবে ৩টি আসনে বিদ্রোহী নিয়ে চিন্তায় পড়েছেন মহাজোটের প্রার্থীরা।
বিশেষ করে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন বিদ্রোহের আগুনে জ্বলছে। কেননা আসনটিতে ১১ জন প্রার্থীর মধ্যে অর্ধেকই মহাজোট ও ১৪ দলের শরীক। তার মধ্যে এই আসনে মহাজোটের শাহে আলমের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্যাপ্টেন (অবঃ) এম মোয়াজ্জেম হোসেন, সৈয়দা রুবিনা আক্তার, একে ফাইয়াজুল হক রাজু ও জাতীয় পার্টির নেতা মাসুদ পারভেজ (সোহেল রানা)। এরা সবাই আওয়ামী লীগ এবং মহাজোটের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিএনপি’র একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন দাখিল করলেও তিনি বাতিল হয়েছেন। যে কারনে এই আসনে আওয়ামী লীগ বিদ্রোহী নিয়ে বিপাকে থাকলেও কিছুটা চিন্তামুক্ত বিএনপি। তাছাড়া বিদ্রোহের কারনে আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হওয়ার আশংকা করছেন অনেকে।
অপরদিকে বরিশাল-৩ আসনে বিএনপি’র একক প্রার্থী থাকলেও মহাজোটের একাধিক প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ মো. টিপু সুলতান। কিন্তু এ আসনে রয়েছেন ওয়ার্কার্স পার্টির যুবমৈত্রীর নেতা আতিকুর রহমান। যিনি এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে বেশ জনপ্রিয়তা গড়ে তুলেছেন। তার পাশাপাশি রয়েছেন মহাজোটের বড় শরিক জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু। মহাজোট এবং নিজ দলের বিদ্রোহী নিয়ে টেনশনে আছেন নৌকা প্রতীকের প্রার্থী টিপু সুলতান। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের খেসারত হিসেবে আসনটি ছাড়তে হতে পারে আওয়ামী লীগকে। কেননা ওয়ার্কার্স পার্টির শেখ টিপু সুলতানের তুলনায় মুলাদী এবং বাবুগঞ্জ উপজেলায় আতিকুর রহমান ও গোলাম কিবরিয়া টিপু’র জনপ্রিয়তা কয়েকগুন বেশি।
অপরদিকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের একই অবস্থা। এখানে মহাজোটের প্রার্থী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির বিতর্কিত পদচ্যুত নেতা এবিএম রুহুল আমিন হাওলাদারের স্ত্রী বেগম নাসরিন জাহান রতনা। তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত হয়েছেন বিএনপি’র প্রার্থী আবুল হোসেন খান। মহাজোটের বিদ্রোহী হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ আলী তালুকদার ফারুক। যিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। স্বতন্ত্র হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতায় নামলেও তার দিকেই দলীয় নেতা-কর্মীদের সমর্থন রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্র। যে কারনে বিজয় আওয়ামী লীগের ঘরে থাকলেও আসন হারানোর আশংকায় আছেন জাতীয় পার্টির প্রার্থীরা। এদিকে তিনটি আসনে বিদ্রোহী থাকলেও অপর তিনটি আসনে চিন্তা মুক্ত আওয়ামী লীগ ও বিএনপি। কেননা এই তিনটি আসনে দুই দল থেকে একক প্রার্থী রয়েছে। তাদের বিপক্ষে কোন বিদ্রোহী নেই। বিএনপি’র বিদ্রোহী হওয়ার সম্ভাবনা থাকলেও দলটির মনোনয়ন কৌশলের কারনে সেই সম্ভাবনা কেটে গেছে। উজিরপুর উপজেলা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন, বিদ্রোহীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী চিঠি দিয়েছেন। এর পাশাপাশি স্থানীয়ভাবেও বিদ্রোহী ঠেকাতে কাজ করছেন। কেননা এই মুহুর্তে ব্যক্তির থেকে দলের বিজয়টাকেই সর্বপরি গুরুত্ব দেয়া হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT