3:26 pm , December 7, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ নেতা-কর্মীদের সামনে কাঁদলেন বরিশাল সদর-৫ আসনের বিদায়ী সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। গতকাল শুক্রবার বরিশাল ক্লাবে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি। কান্না ঝড়া কন্ঠে এমপি জেবুন্নেছা আফরোজ বলেন, আমি দলের মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমকে যোগ্য মনে করেছেন। তাই তাকেই এই আসনে মহাজোটের প্রার্থী করা হয়েছে। এ নিয়ে আমার কোন ক্ষোভ বা অভিমান নেই। জননেত্রীর ঘোষিত প্রার্থী জাহিদ ফারুক শামীমকেই নির্বাচিত করতে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। এমপি জেবুন্নেছা আফরোজ বলেন, বিগত চার বছর ধরে আমি এই আসনে এমপি হিসেবে আছি। আমি যতটুকু পেরেছি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। দায়িত্ব পালন করতে গিয়ে কারোর মধ্যে কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন’ বলতেই আবেগ-আপ্লুত হয়ে অঝোরে কেঁদে ফেলেন জেবুন্নেছা আফরোজ। এসময় অনুষ্ঠানে তার কান্না দেখে উপস্থিত আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও আবেগ আপ্লুত হয়ে পড়েন।