আপিলেও বাদ রুহুল আমিন হাওলাদার আপিলেও বাদ রুহুল আমিন হাওলাদার - ajkerparibartan.com
আপিলেও বাদ রুহুল আমিন হাওলাদার

3:25 pm , December 7, 2018

পরিবর্তন ডেস্ক ॥ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেও প্রার্থিতা ফিরে পেলেন না জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। গতকাল শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের ১১ তলায় দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের আপিল এজলাসে রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এর আগে ঋণখেলাপির অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে গত মঙ্গলবার রুহুল আমিন হাওলাদারের পক্ষে তাঁর আইনজীবী নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন। শুক্রবারেও তিনি নির্বাচন কমিশনে ছিলেন না। তাঁর পক্ষে যুক্তি তুলে ধরেন আইনজীবী। তিনি পটুয়াখালী-১ আসনে লাঙ্গলের প্রার্থী ছিলেন। তাঁর স্ত্রী নাসরিন জাহান রতœা বরিশাল-৬ আসন থেকে নির্বাচন করছেন। তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT