ঝালকাঠি-২ আসনে চমক জেবা খান বিভাগের ১৪ আসনের বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা ঝালকাঠি-২ আসনে চমক জেবা খান বিভাগের ১৪ আসনের বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা - ajkerparibartan.com
ঝালকাঠি-২ আসনে চমক জেবা খান বিভাগের ১৪ আসনের বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা

3:25 pm , December 7, 2018

পরিবর্তন ডেস্ক ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। ২০৬ আসনে একক প্রার্থী দিয়েছে দলটি। ৯৪টি আসনে ‘ধানের শীষ’ নিয়ে লড়বে ঐক্যফ্রন্টের অন্য শরিকদল। গতকাল শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল জানান, ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের নাম আজ শনিবার ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘আমরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই নির্বাচনে অংশ নিচ্ছি। গণতান্ত্রিক অন্দোলন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির অংশ হিসেবে আমরা এই নির্বাচনে আছি।’ সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার উপস্থিত আছেন। বিএনপির ঘোষিত চূড়ান্ত প্রার্থীদের মধ্যে বরিশাল বিভাগের নেতারা হলো পটুয়াখালী-১ আসনে আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-৩ আসনে গোলাম মওলা রনি, পটুয়াখালী-৪ আসনে এবিএম মোশাররফ হোসেন, ভোলা-২ আসনে হাফিজ ইবরাহিম, ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম, ভোলা-৪ আসনে নাজিমউদ্দিন আলম, বরিশাল-১ আসনে জহিরউদ্দিন স্বপন, বরিশাল-২ আসনে সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৩ আসনে অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বরিশাল-৫ আসনে এ্যাড. মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৬ আসনে আবুল হোসেন খান, ঝালকাঠি-১ আসনে ব্যারিস্টার শাহজাহান ওমর, ঝালকাঠি-২ আসনে জেবা আমিন খান, পিরোজপুর-৩ আসনে রুহুল আমিন দুলাল। গেছে। শুক্রবার বিভাগের ২১ আসনের মধ্যে ১৪ আসনের প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। কিন্তু বরিশাল-৪, ভোলা-১, পটুয়াখালী-২, পিরোজপুর-১ ও ২ এবং বরগুনার দুইটি আসনের প্রার্থীর নাম ঘোষনা করা হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT