বিজয়ের মাসে আরেকটি বিজয় আনবো -আবুল হাসানাত আবদুল্লাহ বিজয়ের মাসে আরেকটি বিজয় আনবো -আবুল হাসানাত আবদুল্লাহ - ajkerparibartan.com
বিজয়ের মাসে আরেকটি বিজয় আনবো -আবুল হাসানাত আবদুল্লাহ

3:23 pm , December 7, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মন্ত্রী পদমর্যাদার আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি বলেছেন, যারা সন্ত্রাসী, জাঙ্গীবাদ ও মানুষ হত্যা করেছে তাদের সাথে কোন আপোষ হতে পারে না। তাই ভেবে দেখবেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিবেন, নাকি যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রশ্রয় দিয়েছে তাদের ভোট দিবেন। আমরা কাকে ভোট দিব সেই বিচার বিবেচনা আপনাদেরই করতে হবে। মনে রাখতে হবে ওরা ক্ষমতায় আসলে আসলে আপনারা কেউ টিকে থাকতে পারবেন না। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চল হবে অর্থনৈতিক রাজধানী। গতকাল শুক্রবার বেলা ১২টায় বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি এসব কথা বলেছেন। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চর কাউয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় আবুল হাসানাত আব্দুল্লাহ আরো বলেন, খুনি কিংবা যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দেয়ার ইতিহাস কোন দেশে আছে কিনা আমার জানা নেই। কিন্তু ৭১’র স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী ও ৭৫’র ১৫ই আগস্টের খুনিদের আইন করে ক্ষমা করে দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব। তিনি সেই খুনি ও রাজাকারদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলেন। তারা বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাবার চেষ্টা করেছিলো। কিন্তু ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে জননেত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের বিচারের ঘোষনা দিয়েছিলেন। এমনকি তা করেছেন।
বিগত ২১ বছর যারা ক্ষমতায় ছিলো দেশের জন্য কি করেছে এমন প্রশ্ন তুলে আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, ওরা ২১ বছরে আমাদের ২৬ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে। ২১ আগস্ট আমাদের প্রধানমন্ত্রীকে গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা করেছিলো। কিন্তু আপনাদের দোয়ায় আমাদের প্রধানমন্ত্রী সেদিন বেঁচে যান। কিন্তু ওই গ্রেনেড হামলায় ২৪ জনের মৃত্যু হয়েছিলো। ওরা ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের কোন নেতা-কর্মী ঘরে শান্তিতে ঘুমতে পারেনি।
আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী অনেক পাবেন, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মত প্রধান মন্ত্রী আর পাবেন না। তাই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে বরিশাল সদর আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমকে নির্বাচিত করে বরিশালের এই আসনটিকে নৌকার ঘাটিতে পরিনত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশে আর কোন সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান হবে জানিয়ে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি বলেন, আমরা দীর্ঘ দিন বরিশাল-৫ আসনে আসতে পারিনি। বুকে হাত দিয়ে প্রতিজ্ঞা করুন ৩০ ডিসেম্বর বিজয়ের মাসে আরেকটি বিজয় আনবো। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমকে বিজয়ী করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস-এমপি, সদর আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ, মশিউর রহমান মিন্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আনিসুর রহমান, মোহাম্মদ হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহাতাব উদ্দিন সুরুজ প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT