জ্যাকব, হারুন ও পংকজের বিরুদ্ধে আপিল খারিজ বিভাগের ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ আপিলেও বাতিল ১৩ জন জ্যাকব, হারুন ও পংকজের বিরুদ্ধে আপিল খারিজ বিভাগের ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ আপিলেও বাতিল ১৩ জন - ajkerparibartan.com
জ্যাকব, হারুন ও পংকজের বিরুদ্ধে আপিল খারিজ বিভাগের ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ আপিলেও বাতিল ১৩ জন

3:22 pm , December 7, 2018

খান রুবেল ॥ নির্বাচন কমিশনে আপিল করে বিভাগের ১১ প্রার্থী তাদের মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছেন। এ নিয়ে গত দু’দিনে জাতীয় পার্টির মাসুদ পারভেজ (সোহেল রানা) ও গোলাম কিবরিয়া টিপুসহ ১৫ জনকে বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন এর আপিল কর্তৃপক্ষ। তাছাড়া বরিশাল-৪ আসনে মহাজোটের প্রার্থী এমপি পঙ্কজ নাথ এর বিরুদ্ধে সাজার তথ্য গোপন রাখার আপিল খারিজ করে দিয়েছে কমিশন। বিধায় তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না। এদিকে বরিশাল-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষনা হয়েছেন ওয়ার্কার্স পার্টি মনোনিত প্রার্থী এ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান। পাশাপাশি বরগুনা-১ আসনে ধীরেন্দ্র দেবনাথ সম্ভু ও পটুয়াখালী-২ আসনে আসম ফিরোজকে একক প্রার্থী ঘোষনা করেছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের-এমপি এ ঘোষনা দেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাতিলকৃত দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের আপিল গ্রহন করে কমিশন। পরবর্তীতে গত বৃহস্পতিবার প্রথম দফায় আপিল শুনানী অনুষ্ঠিত হয়। প্রথম দিনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি’র প্রার্থী গোলাম মাওলা রনি সহ বরিশালের ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। একইভাবে আপিলের দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাচন ভবনে আপিল শুনানীতে বরিশাল জেলার ৬টি সহ বিভাগের অন্যান্য আসনের আপিল শুনানী হয়। দিন শেষে বরিশাল-২ আসনের সৈয়দ রুবিনা আক্তার, এ কে ফাইয়াজুল হক ও মাসুদ পারভেজ সোহেল রানা, পটুয়াখালী-১ আসনে মো. আবদুর রশিদ, বরিশাল-১ আসনে মো. বাদশা মিয়া, বরগুনা-১ আসনে মো. মতিউর রহমান তালুকদার, ভোলা-১ আসনে গোলাম নবী আলমগীর, ভোলা-৪ আসনের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঝালকাঠি-১ আসনের বিএইচ হারুন, পটুয়াখালী-২ আসনে মো. শহীদুল আলম তালুকদারের মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন। এর আগে বৃহস্পতিবার বরিশাল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ক্যাপ্টেন (অবঃ) মোয়াজ্জেম হোসেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী আনিচুজ্জামান, পটুয়াখালী-১ আসনের মো. সুমন সন্যামত, পটুয়াখালী-৩ আসনে ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী গোলাম মাওলা রনি, একই আসনে ঐক্যফ্রন্ট মনোনিত অপর প্রার্থী মোহাম্মদ শাহজাহান মনোনয়নপত্রের বৈধতা পান।
তাছাড়া দ্বিতীয় দিনে বরিশাল-৪ আসনে মহাজোটের প্রার্থী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ’র এর বিরুদ্ধে সাজার তথ্য গোপন করে নির্বাচনে অংশগ্রহনের অভিযোগের শুনানি হয়। পরে ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ এর দেয়া অভিযোগটি খারিজ করে দেয় কমিশন। একই ভাবে ঝালকাঠি-১ আসনে মনোজোট মনোনিত প্রার্থী বজলুল হক (বিএইচ) হারুন এর মনোনয়ন বাতিল করতে নির্বাচন কমিশনে আপিল করা হয়। ওই আপিলটিও গতকাল শুক্রবার শুনানি শেষে খারিজ করে দেয়া হয়েছে। ভোলা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ এনে তাদের মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছিলেন বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম। শুনানি শেষে নির্বাচন কমিশন তা নামঞ্জুর করলে জ্যাকবের ভোটের পথে বাধা কেটে যায়। অপরদিকে আপিল করেও অবৈধ বলে বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বরিশাল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হোসেইন, বরিশাল-৪ আসনের মাহবুবুল আলম, ঝালকাঠি-১ আসনের মো. মনিরুজ্জামান, একই আসনের মোহাম্মদ শাহজালাল শামীম ও ইয়াসমিন আক্তার পপি, পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির পদচ্যুত মহাসচিব এবিএম রুহুল আমিন, পটুয়াখালী-২ আসনের মোহাম্মদ মিজানুর রহমান খান, একই আসনের মো. শফিকুল ইসলাম, ভোলা-২ আসনের হুমায়ন কবির, ভোলা-৪ আসনের এম এ মান্নান হাওলাদার, পিরোজপুর-১ আসনের মনিমোহন বিশ্বাস, পিরোজপুর-৩ আসনের মো. রুস্তম আলী ফরাজী ও একই আসনের প্রার্থী ডা. সুধীর রঞ্জন বিশ্বাস।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT