চরফ্যাশনে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ চরফ্যাশনে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ - ajkerparibartan.com
চরফ্যাশনে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ

3:14 pm , December 6, 2018

চরফ্যাশন প্রতিবেদক ॥ প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ২য় প্রকল্পের প্রি- ভোকেশনাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কর্মসূচীর সনদ বিতরন অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সকালে চরফ্যাশন অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। কারিতাস বরিশাল অঞ্চলের টেকনিক্যাল অফিসার রিপন কর্মকার এর সঞ্চালনায় চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সনদ বিতরন করেন। সনদ বিতরণ অনুষ্ঠানে রস্ক প্রকল্পের প্রগ্রাম সুপার ভাইজার মোঃ মইনুদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, কারিতাস মটস’র প্রতিনিধি সুপ্রিয় হালদার, মাইক্রো ফাইন্যান্স প্রকল্প প্রোগ্রাম অফিসার হ্যামটন বাড়ৈ, সোনালী ব্যাংক চরফ্যাশন শাখার ব্যবস্থাপক মোঃ কবির আহম্মেদ প্রমুখ বক্তৃতা করেন। পরে শতাধিক প্রশিক্ষনার্থীদের সনদ ও নগদ অর্থ প্রধান করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT