3:13 pm , December 6, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর রূপাতলী মোল্লা মার্কেটের নিউ আল বারাকা অটো হাউজ নামের একটি দোকানে রহস্যজনক চুরি সংঘটিত হয়েছে। ওই দোকান থেকে নগদ অর্থ ব্যাটারী সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। বুধবার দিবাগত গভির রাতে এই ঘটনার পর থেকেই মার্কেটের নৈশ প্রহরী রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্থ নিউ আল বারাকা অটো হাউসের মালিক রিয়াজুল ইসলাম জানান, প্রতি দিনের বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান। পূর্বের ন্যায় বুধবার রাতেও মার্কেটে নৈশ প্রহরী ছিলেন স্থানীয় জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার সকালে এসে দেখতে পান দোকানের সাটার ভাঙা। ভেতরে ঢুকতেই দেখাতে পান ক্যাশ বাক্সে থাকা নগদ ৩০ হাজার টাকা, ইজিবাইকের ২৭টি ব্যাটারী, প্রাইভেট কারের ১৫টি ও ট্রাকের ৫টি ব্যাটারী এবং প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়ে গেছে।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানিয়েছেন, এই ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। যার নম্বর ৩০৬। তাছাড়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী ট্রাক বা মাইক্রোবাস টাইপের কোন গাড়ি থামিয়ে দোকানের সাটার ভেঙে চুরি সংঘটিত হয়েছে। তাছাড়া প্রাথমিকভাবে নৈশ প্রহরীকেই সন্দেহ করা হচ্ছে। তাকে পাওয়া গেলে চুরির রহস্য বেরিয়ে আসবে।