6:11 pm , April 27, 2018
পাথরঘাটা প্রতিবেদক ॥ পাথরঘাটার স্টেডিয়াম মাঠ খেকে এক লাখ চিংড়ি মাছের রেণু জব্দ করেছে কোস্টগার্ডেও পাথরঘাটা স্টেশন। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে চিংড়ি মাছের রেণু জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জব্দ মাছের রেণু গুলো পাথরঘাটা খালে অবমুক্ত করার নির্দেশ দেন।
কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মাহবুবুল আলম শাকিল জানান, বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটা স্টেডিয়াম মাঠ থেকে রাত সাড়ে ৮টার দিকে এক লাখ চিংড়ি মাছের পোনা জব্দ করে কোস্টগার্ড। পরে মাছগুলো পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পাথরঘাটার খালে আবমুক্ত করা হয়।