আগৈলঝাড়ায় দিন দুপুরে পুলিশের বাড়িতে চুরি আগৈলঝাড়ায় দিন দুপুরে পুলিশের বাড়িতে চুরি - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় দিন দুপুরে পুলিশের বাড়িতে চুরি

3:23 pm , December 5, 2018

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় দিন দুপুরে উপজেলা সদরে পুলিশের বাড়িতে তালা ভেঙ্গে চুরির ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পরেছে। উপজেলার সদরের ফুল্লশ্রী এলাকায় প্রবাসী এনামুল হক পাইকের স্ত্রী ও বাকাল ইউনিয়নের সংরক্ষিত ১ নংওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাড়ির মালিক হাফিজা ইয়াসমিন সাংবাদিকদের ফোনে জানান, তিনি ঢাকায় ছেলের কাছে অবস্থান করছেন। এই সুযোগে গতকাল বুধবার দুপুরে তার বাস ভবনের নীচ তলার তালা ভেঙ্গে চোরের দল ঘরের ষ্টীলের আলমিরার তালা ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা, অন্তত তিন ভরি ওজনের সোনা ও রুপার গহনা নিয়ে গেছে। এসময় চোরের দল আলমিরায় রাখা মুল্যবান কাগজপত্রও তছনছ করেছে বলেও জানান তিনি। নীচ তলার অপর ফ্লাটের ভাড়াটিয়ার মাধ্যমে খবর পান তিনি। হাফিজা আরও জানান, তার বাড়ির দোতলায় থানার ওসি (তদন্ত) নবিক আকরাম হোসেন ও থানার সাবেক এসআই জাহিদুর রহমানের পরিবার বসবাস করেন।
খবর পেয়ে ওসি নকিব আকরাম দুপুরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় হাফিজা ইয়াসমিন থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। নিরাপত্তা বেষ্টনীর পরেও পুলিশের বসবাস করা বাসায় উপজেলা সদরে দিন দুপুরে চুরির খবরে এলাকায় আতংক ছড়িয়ে পরেছে। চুরির ঘটনার সত্যতা স্বীকার করেছেন ওসি নকিব আকরাম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT