মুলাদীতে শিক্ষিকার বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ মুলাদীতে শিক্ষিকার বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ - ajkerparibartan.com
মুলাদীতে শিক্ষিকার বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

3:46 pm , December 4, 2018

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে প্রথম শ্রেনীতে পড়–য়া কোমলমতি শিক্ষার্থীকে মারধর করেছে এক শিক্ষিকা! জানাগেছে, মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ৬০নং খালাশিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী ফাতেমা পরীক্ষার দেয়ার সময় পরিক্ষা কক্ষে ডিউটিতে থাকা ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমুন্নাহার লিখতে না পাড়ার অভিযোগ তুলে ফাতেমার কানের উপর কষে চর-থাপ্পর মারে। শিক্ষিকার হাতে প্রহারের স্বীকার হয়ে শিক্ষার্থী ফাতেমা কান্না করতে করতে বাড়ী গিয়ে তার মাকে বিষয়টি জানায়। ফাতেমার মা তার কান দিয়ে রক্ত বেড় হচ্ছে দেখতে পেয়ে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানালে তারা ফাতেমাকে চিকিৎসার জন্য মুলাদী হাসাপালে নিয়ে আসার পরামর্শ দেন। শিশু শিক্ষার্থী আহত ফাতেমাকে নিয়ে তার মা মুলাদী হাসপাতালে চিকিৎসার জন্য আসার খবর শুনে, অভিযুক্ত শিক্ষিকা শিক্ষার্থী প্রহারের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য শিক্ষিকা নাজমুননাহার বিভিন্ন জনকে বলে বেড়াতে সুরু করে ফাতেমার মা নিজেই তার মেয়েকে প্রহার করার ফলে তার কান দিয়ে রক্ত বেড় হচ্ছে। এঘটনায় খালাশিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত সহকারী শিক্ষিকা নাজমুন্নাহারের কাছে জানতে চাওয়া হলে, তিনি জানান, ফাতেমা পরীক্ষার হলে কিছু না লিখে বৃথা সময় নষ্ট করার কারন জিজ্ঞাসা করার সময় পিঠের উপরে সামান্য আঘাত করে লিখতে বলেছিলাম, এতেই তারা বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে অভিযোগ তুলছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT