3:44 pm , December 4, 2018

পরিবর্তন ডেস্ক ॥ আগৈলঝাড়ায় বিরল প্রজাতির একটি গন্ধ গকুল প্রাণী আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার চিকিৎসার পর সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে। জানা যায় গত রোববার রাতে উপজেলার পশ্চিম বাগধা গ্রামে লিটু বৈদ্যের দোকানের কাছে বৈদ্যুতিক ক্যাবলে স্পৃষ্ঠ হয়ে আহত হয় বিরল প্রজাতির গন্ধ গকুল। পরে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। গতকাল আহত গন্ধ গকুল প্রানীটি স্থানীয় যুবকরা উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। হাসপাতাল সূত্রে জানাযায় প্রাণীটি কিছুটা সুস্থ হলে সংরক্ষিত বনাঞ্চলে মুক্ত করা হবে।