বরিশাল-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতিক “জনগণ এখন আর ফাঁকা বুলিতে বিশ্বাস করে না” বরিশাল-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতিক “জনগণ এখন আর ফাঁকা বুলিতে বিশ্বাস করে না” - ajkerparibartan.com
বরিশাল-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতিক “জনগণ এখন আর ফাঁকা বুলিতে বিশ্বাস করে না”

3:41 pm , December 4, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান বলেছেন, ভয় দেখিয়ে লাভ নেই। কারন বাবুগঞ্জ-মুলাদী উপজেলার উন্নয়ন বঞ্চিত মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা এখন আর ফাঁকা বুলিতে বিশ্বাস করে না। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা নিজেদের ভূল শুধরে উন্নয়নের স্বার্থে জোটবদ্ধ হয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে। গতকাল মঙ্গলবার বিকালে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় বরিশাল-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও যুমমৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান এসব কথা বলেছেন।
দেহেরগতি ঈশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। বিগত ১০টি বছর দেশের এমন কোন জায়গা নেই যেখানে উন্নয়নের ছোয়া লাগেনি। কিন্তু তার পুরোটাই ভিন্ন চিত্র মুলাদী-বাবুগঞ্জ উপজেলায়। বিগত ১০ বছরে যারা এই আসনে এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা কে কি উন্নয়ন করেছে আপনারাই তার স্বাক্ষী। তারা মানুষ এবং এলাকার উন্নয়ন না করলেও নিজেদের উন্নয়ন ঠিকই হয়েছে। সকল ক্ষেত্রে দুর্নীতি এবং লুটপাটের ঘটনায় তারা আজ আলোচিত। আতিকুর রহমান বলেন, সময় এসেছে পরিবর্তের। আজ সর্বক্ষেত্রেই পরিবর্তন এসেছে। এখন ভাবুন আপনারা কি চান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আমি আপনাদের দুয়ারে এসেছি। আপনাদের কাছে একটি ভোটের জন্য হাত বাড়িয়েছি। যদি উন্নয়ন চান তবে দল-মতের উর্ধ্বে থেকে একবারের জন্য আমাকে সুযোগ দিন। আমি আপনাদের সেবা করতে চাই। আমি কথা দিচ্ছি সুযোগ পেলে আপনাদের ভাগ্য পাল্টে যাবে। আমি নির্বাচিত হলে আগামীতে আর ভোট চাইতে আসবো না। আমার জন্য একটু হলেও আপনাদের বিবেক তারা দিবে। স্থানীয় আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেহেরগতি ইউনিয়নের সদস্য বাবুল মিয়া, সংরক্ষিত ইউপি সদস্য তসলিমা বেগম, সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT