ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে ও সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ সামাবেশ ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে ও সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ সামাবেশ - ajkerparibartan.com
ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে ও সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ সামাবেশ

3:28 pm , December 3, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে হামলা চালিয়ে মুসল্লিদের আহত করার প্রতিবাদ জানিয়ে ভারতের সাদ পন্থীদের সকল কার্যক্রম বন্ধ করা সহ ৫ দফা দাবী জানিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল সোমবার বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বরিশালবাসী সর্বস্তরের মুসলমান ওলামায়ে কেরাম ও মোবাল্লিগ সাথীবৃন্দ নামের ইসলামী সংগঠন। সমাবেশে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতী নুরুল্লাহ, মাওলানা ওবায়েদুর রহমান মাহবুব, মাওলানা আঃ খালেক (পীর সাহেব হরিনা ফুলিয়া) মাওলানা কাজী আঃ মান্নান, হাফেজ মাওলানা রুহুল আমীন, মাওলানা জামাল উদ্দিন ফারুকী ও মাওলানা হাফেজ গোলাম মোস্তফা। সমাবেশে নেতৃবৃন্দরা তাবলিগ জামায়াতে হামলার মুল হোতা ওয়াসিম ও নাসিমসহ সাদপন্থীদের গ্রেপ্তার ও তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করাসহ ৫টি দাবী জানিয়েছেন। তাদের দাবীগুলো অবিলম্বে বাস্তবায়ন করা না হলে নির্বাচনের পর কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী উচ্চারন করা হয়েছে। এর পূর্বে তারা নগরীর আমানতগঞ্জ মাহমুদিয়া মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ স্থল অশি^নী কুমার হলের সামনে আসে তারা। সমাবেশ শেষে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT