3:26 pm , December 3, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-৫ আসনের বিএনপিসহ ঐফ্রন্টের প্রার্থী মজিবর রহমান সরোয়ার নগরীর ত্রিশটি ওয়ার্ডের দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেছে। গতকাল সোমবার প্রার্থীর নিজ বাসভবনের আঙ্গিনায় বিএনপি ও সহযোগি সংগঠনের নগর ও উপজেলা কমিটির সভাপতি সম্পাদকসহ নেতৃস্থানীয়দের সাথে এই সভা করেন। সভায় সরোয়ার বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে। ক্ষমতাসীনরা সুযোগ নিতে চাইবে। তাই মানুষ যাতে সুষ্ঠু ভাবে ভোট দিতে পারে, সে জন্য ভোটারদের দ্বারে দ্বারে যেতে নেতাকর্মিদের প্রতি আহবান জানান তিনি। দলীয় নেতা-কর্মীদের আরো বলেন এবারের নির্বাচন দেশনেত্রী মুক্তি সহ গনতন্ত্র উদ্বারের নির্বাচন। তাই এখন থেকে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পরিষদের ওয়ার্ডগুলোতে দক্ষ সদস্যদের নিয়ে সাব কমিটি গঠন করে মাঠে কাজ করতে হবে। নির্বাচনে কোন প্রকার কারচুপি করার ষড়যন্ত্রের চেষ্টা করা হলে বরিশাল থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সভায় নগর বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান ফারুক, সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলু, রফিকুল ইসলাম, আলমগীর হোসেন আলম (সুন্দর আলম), সৈয়দ আহসান উল হক হাসান, এ্যাড. আখতার হোসেন মেবুল, মহানগর বিএনপি ভাপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা অংশ নেন।