হামলায় বিসিসি’র সাবেক মেয়র পুত্র রূপমসহ আহত-২ হামলায় বিসিসি’র সাবেক মেয়র পুত্র রূপমসহ আহত-২ - ajkerparibartan.com
হামলায় বিসিসি’র সাবেক মেয়র পুত্র রূপমসহ আহত-২

3:21 pm , December 3, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি’র সদ্য সাবেক মেয়র আহসান হাবিব কামালের পুত্র কামরুল আহসান রুপম ও তার বন্ধুর ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (০৩ ডিসেম্বর) সকালে নগরীর কালিজিরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় সাবেক মেয়র পুত্র সহ দু’জনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপরজনের নাম আশরাফুল ইসলাম রুবেল। এরা দু’জনই স্থানীয় যুবদলের নেতা-কর্মী। আহত কামরুল আহসান রুপম অভিযোগ করেন, কালিজিরায় তার একটি প্রকল্প রয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে বন্ধু রুবেলকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে কালিজিরায় যান। পথিমধ্যে কালিজিরা বাজারে নদীর পাড়ে স্থানীয় ছাত্রলীগের ২৫/৩০ জন নেতা-কর্মী তাদের মোটর সাইকেলের গতিরোধ করে অতর্কিত হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, নির্বাচন ঘনিয়ে আসলেও সে বরিশাল ত্যাগ না করায় এই ঘটনা ঘটেছে বলে মেয়র পুত্র রূপমের অভিযোগ। পরে স্থানীয় মুরাব্বীরা তাদের দু’জনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। তবে তার আগে তাদের দু’জনকে একটি কাঠের দোকানে দেড় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয় বলেও অভিযোগ করেন কামরুল আহসান রুপম।
তিনি বলেন, ঘটনার সময় বিষয়টি কোতয়ালী মডেল থানা পুলিশকে মুঠোফোনে অবহিত করেছি। কিন্তু পুলিশ আমাদের কোন প্রকার সহযোগিতা না করে উল্টো ছাত্রলীগের পক্ষে কথা বলে। ছাত্রলীগ নেতা-কর্মীদের আমি মারধর করেছি বলে পুলিশ আমার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে। এদিকে কামরুল আহসান রূপম হামলাকারী ছাত্রলীগ নেতা-কর্মীদের চিনলেও তিনি ভয়ে কারোর নাম বলতে রাজি হননি। তবে কালিজিরা এলাকার বাসিন্দা ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান বাপ্পি’র নেতৃত্বে রূপম এর উপর হামলার ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত বিষয়ে বক্তব্য জানতে কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) এর সরকারি নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT