3:13 pm , December 2, 2018
মোঃ তরিকুল ইসলাম, পিরোজপুর ॥ পিরোজপুরের ৩টি আসনে ৫ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। জেলা রির্টানিং অফিসারের কার্যালয় সুত্রে এ তথ্য পাওয়া গেছে। পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর- স্বরুপকাঠী) আসনে বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী গেলাম হায়দারের। তিনি পিরোজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা। তথ্যে গরমিল থাকার অভিযোগে গোলাম হায়দারের (মনোয়নন পত্রের সাথে জমা দেয়া কয়েক ভোটারের স্বাক্ষরে মিল না থাকায়) মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এ ছাড়া মনোনয়ন পত্রে স্বাক্ষর না থাকায় বাতিল হয়েছে বিএনএফ এর মনিমোহন বিশ্বাস এর মনোনয়ন পত্র।
পিরোজপুর -২ (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানি) আসনে জাতীয় পার্টি জেপি পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বিএনপির পক্ষ থেকে আহম্মেদ সোহেল মঞ্জুর, ঐক্যফ্রন্টের পক্ষে লেবার পার্টির মো. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা আবুল কালাম আজাদ, সিপিবির মো. আব্দুল হামিদ ও বিএনএফ এর রেজাউল করিম গাজী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্রের সাথে প্রযোজনীয় তথ্যাদি থাকায় সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন রির্টানিং অফিসার। পিরোজপুর-৩ (মঠবাড়িয়ায়) আসনে আ.লীগের তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এরা হলেন. ডাঃ নজরুল ইসলাম, মোঃ আবু তারেক ও সুধীর রঞ্জন বিশ্বাস ডাঃ নজরুল পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি। রির্টানিং অফিসার জানান, তথ্যে গরমিল থাকার অভিযোগে ডাঃ নজরুল ইসলাম, ও মোঃ আবু তারেক এর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে ।
এ ছাড়া সুধীর রঞ্জন বিশ্বাস তার জমা দেয়া মনোনয়ন পত্রের সাথে ভোটারদের স্বাক্ষর জমা দেননি এ কারনে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।