বাবুগঞ্জে আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারী গাছ কর্তনের অভিযোগ! বাবুগঞ্জে আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারী গাছ কর্তনের অভিযোগ! - ajkerparibartan.com
বাবুগঞ্জে আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারী গাছ কর্তনের অভিযোগ!

3:11 pm , December 2, 2018

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে বন বিভাগের রোপিত প্রায় প্রায় ৩০ হাজার টাকার গাছ রাতের আধাঁরে কেঁটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নেতার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে রামপট্রি গ্রামের প্রায় ১ কিলোমিটার সংযোগ সড়কে উপজেলা বন বিভাগের প্রায় ২ যুগ পূর্বের রোপিত বিভিন্ন প্রজাতির বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়। ঔ গাছের দিকে কু-দৃষ্টি পরে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হারুন-অর রশিদ প্রধান’র। তিনি গত শুক্রবার গভীর রাতে ৭/৮জন লোক নিয়ে বন বিভাগের রোপিত প্রায় ৩০ হাজার টাকা মূল্যের মেহেগনি গাছ কেটে স্থানীয় মন্টু সিকদারের স্ব-মিলে নিয়ে যায়। এঘটনা স্থানীয়রা টের পেয়ে উপজেলা বন বিভাগকে অবহিত করেন। পরে উপজেলা বন কর্মকর্তা আঃ সালাম জোমাদ্দার ঘটনাস্থলে গিয়ে গাছ জব্দ করে স্ব-মিলের মালিক মন্টু সিকদারের জিম্মায় গাছ রেখে আসেন। এসময় বন কর্মকর্তা স্থানীয় ও স্ব-মিল মালিকের মাধ্যমে নিশ্চিত হন স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ হারুন-অর রশিদ প্রধানের নেতৃত্বে বন বিভাগের এ গাছ আতœসাতের উদ্দেশ্যে রাতের আধাঁরে কর্তন করেন। এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা বন কর্মকর্তা আঃ সালাম জোমাদ্দার জানান, সরকারী গাছ বিনা অনুমতিতে রাতের আধাঁরে আতœসাতের কর্তনের দায়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুন-অর রশিদ প্রধানসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানায় হারুন প্রধানের বিরুদ্ধে ইতিপূর্বেও লক্ষাধিক টাকার সরকারী গাছ আতœসাতের অভিযোগ রয়েছে। এব্যাপারে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান মুকুল জানান এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT